আমাদের কথা খুঁজে নিন

   

নেতিবাচক প্রচারে দ্বিধান্বিত হবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক প্রচারে কাউকে দ্বিধান্বিত না হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে করে কেউ কাউকে কোনোভাবে দ্বিধান্বিত করতে না পারে।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির।

প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে সত্ ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের সমর্থন চান। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, বেশির ভাগ নির্বাচনী প্রতিশ্রুতিই এর মধ্যে পূরণ করা হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলোও শিগগিরই পূরণ করা হবে। এ সময় তিনি আবারও জনগণের উদ্দেশে বলেন, ‘অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিন।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.