লিখতে তো দেখি ভালোই লাগে.......
স্বপ্নের মতো মনে হয় মাঝে মাঝে
স্বপ্ন কিন্তু কখনই সত্য হয় না,
স্বপ্নের কাছাকাছি যাওয়া হয় মাঝে মাঝে
বাস্তব কিন্তু কখনই স্বপ্ন হয় না।
কঠিন সত্যের বাস্তবে, কখনও পিছলে পড়ে পা
কিন্তু সময়ের নেই কোন অবসর,
তাই ছুটতেই হয় সময়ের সাথে,
সেখানে স্বপ্ন! বড় বেমানান।
মধুর স্বপ্নের ছোঁয়া, হৃদয় কে আবিষ্ট করে রাখে
ইচ্ছে করে অসীম নীলের মাঝে, হারিয়ে যায় ডানা মেলে
কিন্তু বাস্তবের মেঘাচ্ছন্ন আকাশকে, কিছুতেই অতিক্রম করা যায় না
তবে যায় না ভুলা, সেই সুন্দর স্বপ্নটাকেও।
স্বপ্ন আর বাস্তবের দ্বিধান্বিত এই লীলাখেলায়
আজ আমি বড়ই ক্লান্ত,
ক্লান্ত আমার এই জীবন, কেন যেন তবু স্বপ্নের পিছনেই ছুটে
হয়ত রূঢ় বাস্তব থেকে কিছুটা অবসর পাওয়ার লোভে।
বেরসিক বাস্তবের তাই বুঝি এত রাগ
জীবন চলার পথে, তাই মাঝে মাঝেই হানে কঠিন আঘাত
তবুও বাস্তবেই থাকতে হবে আমাদের
স্বপ্নটা শুধু,যেন ক্ষণিকের মেহমান হয়ে রয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।