আমাদের কথা খুঁজে নিন

   

জীবন্ত লাশ

হাসান আলী শোষন, বঞ্ছনা ও লাঞ্চনা সয়ে, পরাধীনতার জাল কাঁধে বয়ে , নিদারুণ কষ্ট আর দুঃখ শোকে কি লাভ বল এভাবে বেচে থেকে? সুখ স্বপ্নের মরীচিকা দুঃখ যেন অদৃষ্টে লেখা, মৃত্য হানা দেয় বারংবার চোখে দেখা দেয় ঘোর অন্ধকার। পায়না কোথাও শান্তি খুজে চোখ তাই বিষাক্ত আস্বাদময় এ মর্ত্যলোক, শুনতে হয় শুধু ব্যর্থ পরিহাস; এভাবে বাঁচা যেন জীবন্ত এক লাশ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।