আমাদের কথা খুঁজে নিন

   

জীবন্ত লাশ

কবিতায় পরান

দেখার মতো চোখ নেই
আশায় বাঁধা বুক নেই
চোখে মুখে স্বপ্ন নেই
উরুউরু মন নেই।
আনন্দের মাতন নেই
সুরের মূর্ছনা নেই
আঘাতের চিহ্ন নেই
হারানোর কষ্ট নেই...
দুঃখের কান্না নেই
পাওয়ার সুখ নেই
মুখ ভরা হাসি নেই
পথ চলার সাথী নেই
মায়ায় জড়ানো প্রেম নেই
যৌবনের লীলা নেই
তোমায় নিয়ে নষ্টামি নেই
ধোঁকা দেয়ার গালি নেই
ভাল কাজের প্রশংসা নেই
ছুটে চলার অনুপ্রেরণা নেই
বিছানা ছাড়ার কাজ নেই
ঘুমিয়ে পরার স্বস্তি নেই
কাছে ডাকার অনুভূতি নেই
দূরে থাকার সাহস নেই
পাব কি না দ্বিধা নেই
ভুল বোঝার দন্দ নেই।
মিলিত হবার শঙ্কা নেই
তোমার সঙ্গি হবার কারন নেই
লাশের মাঝে জীবন নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।