furamoon@gmail.com
জীবন্ত কফিন
বুকের ভেতর এই যে অসহ্য যন্ত্রণা
এটা বয়ে বেড়াতে হবে
আর কত দিন? আর কত দিন?
কেউ কি বলে দিবে আমায়?
যখনি দুঃস্বপ্নের মত
সেই ছবিটা ভেসে আসে
কিংবা হঠাৎ জেগে ওঠে
মনের মাধুরী মিশিয়ে আঁকা
নীল-সবুজের জীবন্ত দৃশ্যটা
তখনি দেহের সকল অণু পরমানু
বিশৃঙ্খল দুরন্ত গতিতে
অসহায়ের মত কাঁপতে থাকে।
নিয়ন্ত্রণ হারিয়ে রং ওয়েতে চলে চেতনার কার
অদৃশ্য হয়ে যায় সকল বাস্তবতা
নিঃসাড় হয়ে যায় অনুভূতিগুলো
আমি তখন সহায় সম্বলহীনের মত
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি
অনন্ত অসীমের পানে -
ভেতরে ভেতরে চলতে থাকে
অজানা যন্ত্রণার বিষাক্ত ছোবল
বিরামহীন রক্ত ক্ষরণে ডুবে যায়
সব স্বপ্ন-আশার তরী
তখন মনে হয়
আমি নই, আমার হয়ে বেঁচে আছে
আমার জীবন্ত কফিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।