আমাদের কথা খুঁজে নিন

   

জীবন্ত পোট্রট

মুক্তমনা

তুহিন ওসমান জীবন্ত পোট্রট অনেক বয়েছে বে-হিসাবি সময় স্মৃতির সরণি বেয়ে জনজাতি অঞ্চল থেকে দূরেগভীর অরন্যে তোমাকে পেয়েও হারিয়েছি স্মৃতিলতা… রং,ছড়ানো রং;রঙ্গের মধ্যে দিয়ে একটা বক্তাব্য তৈরি করে সহজিয়ায় সাজিয়েছি দেয়াল-দোলনা-ডানা- প্রজাপতির পাখায় প্রদশন করে খুঁজেছি তোমাকে তোমার মুখ মানে বিষাদ-বিষন্নতা-অথবা- উ্মকুসুমের উজ্জলতা,আমার রঙ মানেও তাই তুমি হারিয়ে গেছ বলে তোমার মুখ, চেহারা,স্মতি, রিপ্রেজেন্ট কে স্মতি দোলনার দেয়ালে- স্মতিলতা-আজ আমি এক জীবন্ত পোট্রেট দেয়াল থেকেউঠে এসেআমার হাতটা ধরো প্লিজ…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।