আমাদের কথা খুঁজে নিন

   

আমরা একটা মুমিন মুসলিম সরকার চাই।

আজ বিভিন্ন দেশে মুসলিম সরকার থাকা সত্বেও তারা কুরআন এবং সুন্নাহ থেকে ফয়সালা না নিয়ে গণতন্ত্রের নামে কাফেরদের আইন (ফয়সালা) গ্রহণ করে নেয়। তাদের বলি আল্লাহ যে আইন দিয়েছেন তার চাইতে আর উত্তর আইন কি হতে পারে? “তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যারা ধারণা করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি তারা বিশ্বাস করে, অথচ তারা নিজেদের মোকাদ্দমা শয়তানের নিকট নিয়ে যেতে চায়, যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল, যেন তাকে অবিশ্বাস করে এবং শয়তান ইচ্ছা করে যে, তাদেরকে সত্যের পথ থেকে বহু দূরে নিয়ে গিয়ে বিভ্রান্ত করে ফেলবে। আর যখন তাদেরকে বলা হয় যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে এবং রাসুলের দিকে এসো, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে, তারা তোমার থেকে বিমুখ হয়ে বিচ্ছিন্ন রয়েছে। অনন্তর তখন কিরূপ হবে, যখন তাদের হাতসমূহ যা পূর্বে প্রেরণ করেছে, তজ্জন্যে তাদের উপর বিপদ উপনীত হবে? তখন তারা আল্লাহর শপথ করতে করতে তোমার দিকে আসবে যে কল্যাণ ও ¯প্রীতি ব্যতিত আমরা কিছুই কামনা করিনি। ” সুরা নিসা-৬০-৬২ অনেক মুসলমান আছে যাদের ধারণা তারা মুসলমান, তারা কোরআন এবং তার আগে যা অবতীর্ণ হয়েছিল তাতে বিশ্বাস স্থাপন করেছে কিন্তু বাস্তবে তারা কোরআন এবং রাসুলের ফয়সালা না নিয়ে শয়তানের ফয়সালা নেয়।

তাদেরকে যখন বলা হয়, আল্লাহ এবং রাসুলের কথা তখন তারা দুরে সরে যায়। “আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের কোন ব্যাপারে অন্য কোন সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) কে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। সুরা আহযাব-৩৬ “হে ঈমাণদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। ” সুরা আহযাব-৭০ “অতএব তোমার প্রতিপালকের শপথ! তারা কখনও বিশ্বাস স্থাপনকারী হতে পারবে না, যে পর্যন্ত তোমাকে তাদের আভ্যন্তরীণ বিরোধের বিচারক হিসেবে মেনে না নিবে, তৎপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করবে এবং ওটা শান্তভাবে পরিগ্রহণ না করবে।

” সুরা নিসা-৬৫ আমরা একটা মুমিন মুসলিম সরকার চাই। আমরা চাই এমন সরকার যে বিশ্বাসীগণের মধ্যে একজন। এমন সরকার চাই যে আল্লাহকে প্রচুর ভয় করে। এমন সরকার চাই যে আল্লাহর আইন দ্বারা দেশ শাসন করবে। আর আল্রাহর আইন দিয়ে যদি সে সারাজীবন দেশ শাসন করতে চায় আমরা তাতেও রাজী।

আসুন, কাফেরদের বানানো আইন বাদ দিয়ে আল্লাহ যিনি আমাদের আপনাদের এবং পৃথিবী সৃষ্টি করেছেন তাঁর বানানো আইন দিয়ে দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করি। আপনার পরিবার, বন্ধু ও যারা পরিচিত তাদের আপনি একবার বলা আর আমার দশবার বলা সমান। তাই ধর্মীয় কাজে সহযোগীতা করে জান্নাতে নিজের জায়গা করে নিন। আল্লাহপাক আমাদের বুঝার তৌফিক এবং হেদায়েত দান করুন। (আমীন) http://www.facebook.com/Islamicamendmentcenter ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.