আহসান জামান অস্থির অন্ধকারে ডুবে যাচ্ছে ঘর-বাড়ী, দরজার কড়িকাঠ; জানালার ঢেউখেলা পর্দার ভাঁজ খুলে মুছে নিচ্ছে পুঁথির কাহন। মনপাড়ে রাখালী খেয়ালির শ্লোকমুছে উড়ছে কোথাও; মাতাল হাওয়ারা নিরুদ্দেশ। আকাশে মেঘের ভেলা; সাদাকালো তুলোর শরীর; বেদনা ভুলে ব্যথিতক্ষণ লালচে চোখের কোনে কতদূর হেঁটে গেলে এই ক্লান্তদেহ ভর করে বসে দিগন্তের কোলে। ফেলে আসা মাঠের নাম ছিলো তেপান্তর। যুযুদের হাড়ের ভিতর অতীতের অন্ধকার। কী খুঁজে কি করে ক্লান্ত এইসব দিনমান মুছে! যেখানেই পা রাখে, পাপের অনল; দাউ দাউ আগুনের মিছিল। সারাদেহ ভর করে ভয়; মিছে মিছে বেলা মুছে অন্ধকার; কার সাথে চুপি চুপি কথা বলে মন; আত্মার সহোদর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।