[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
[রং=#20ই2অঅ][সাইজ=3]সেই স্মৃতি
যেন এক ইতিহাস গীতি।
তার রণে ভঙ্গ রঙে অঙ্গ
মনে জাগাতো প্রেম প্রীতি।
বিশৃংখল অয়োময় বন্ধন
ছিন্ন করে তার চোখের সুশৃংখল ক্রন্দন।
ভালবাসার কত শত আশা
শতপথ মিলে গড়ে ওঠে নতুন পথ সর্বনাশা।
সানাই এর সুর আর তারপর দুজনার মিলন
পুরাতন রণ ফিরে এসে তোলে নতুন আলোড়ন।
সে এক বিরাট ইতিহাস গীতি
মিশে থাকা যত স্মৃতি
অস্পষ্ট মনে হয় যত স্বার্থ সিদ্ধির নীতি।
বারো হাত মাটির নীচে প্রতিহিংসার কবর,
কষ্টের গাছ ঢেকে রাখে তাই রাাখেনা কেউ খবর।
তারপর একলা পথ, অবুঝ স্মৃতির মেলা
আর বিভ্রান্তি ভরা যত মত;
তবুও এগিয়ে চলে পথ চলা
আর আপন মনে নির্বিশেষ কথা বলা;
এইতো জীবন ,
শুধু কাছে থাকে ভীষন সত্য মরণ।
29/12/2000
[/সাইজ][/রং]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।