হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান.... আজকে অনেকদিন পর নিজের একাউন্টে লগইন করলাম। দেখলাম আমাকে সাধারন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনটা ভালো হয়ে গেলো। অবশেষে আমার সাকসেসের তালিকায় প্রথম পাতায় একসেসটা যুক্ত হলো।
ইদানিং বেশ কিছু জিনিস নিয়ে ভাবছি।
প্রথমটি বাংলাদেশের রাজনীতি। আবার হরতাল, মামলা, শেয়ার বাজারের পতন ইত্যাদি। অধিকাংশ লোকের মতই জিনিসগুলো নিয়ে আশাবাদী হতে পারিনা আমি। যদিও জানি একসময় বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশে পরিনত হবেই, তবে সেটা কবে হবে, আমাদের মৃত্যুর কত বছর পরে, আর তখন হলে লাভই বা কি ইত্যাদি মনকে আচ্ছন্ন করে.....
দ্বিতীয়টি হলো জাপানের ফুকুশিমা পারমানবিক কেন্দের দুর্ঘটনা। দুর্ঘটনার পর থেকেই জাপান প্রবাসী বাঙ্গালীদের অনেকেই অন্য দেশে পাড়ি জমানো শুরু করেছে।
এক সময় অনেক পছন্দের, অনেক সাচ্ছন্দের একটি দেশে ছেড়ে, নতুন আবাসস্থলের সন্ধানে...তারা চলে যাচ্ছে, রেখে যাচ্ছে কিছু স্মৃতি। উচ্চ মাধ্যমিকে পড়া একটি তুলসী গাছের আত্মকাহিনী গল্পটির মতই তাদের বাচ্চাদের খেলনা, বাসার আসবাব , লেপ-তোশক হয়ে যাচ্ছে অন্য কোনো প্রবাসীর।
তৃতীয়টি হচ্ছে বিনোদন মাধ্যম নিয়ে। অনেক দিন হলো বাংলা নাটক-সিনেমা দেখিনা। কেন দেখিনা তা বিস্তারিত বলার অপেক্ষা হয়তো রাখেনা।
মাঝে হিন্দি মুভি দেখা শুরু করলাম। সেটাও এখন আর ভালো লাগেনা। তার উপর তো আছে বুড়ো নায়কদের আইটেম সং নিয়ে ভালগারের প্রতিযোগিতা। নতুন ইংলিশ মুভিগুলিও ঠিক আগের মতো মান সম্মত মনে হয় না । ফেইসবুকে বেশিরভাগ সময় কাটানো হয়।
কিন্তু সেখানেও কপট প্রতিযোগিতার ছড়াছড়ি। সব কিছু মিলে মনে হয় এক অস্থির সময়ে বসবাস করছি, যা কাটবার নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।