. আজ বুকের ভেতর জমে থাকা সাদা অস্থির প্রবল রোষ মিশে, রক্তফলিত সংবাদ হয়ে যায় হয়তো দুর্বৃত্ত ইচ্ছেরা মিশে মিশে আজ পরম শুদ্ধির মন্ত্র শোনায়- কোথায় ছোটাব আমার ঘোড়া! আত্নার মুখ আজ দুঃসহ যন্ত্রণা, শৌর্যে পর্বতে মূর্তি ধারণ করি বলে আমার জেগে থাকা পাপ, আমাকে ক্ষমা করেনা আমার ইচ্ছে’র মুক্তি নেই, ফলে তোমাদের বেঁধে দেয়া নিয়মে চলতে চলতে বলি- বিনয়ের ভাষা তোমরা বুঝনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।