। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। প্রিয় প্রবাসী ভাই,বোনেরা এবং নতুন প্রজন্ম।
আসুন আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ইঞ্চি,ইঞ্চি করে এগিয়ে নিয়ে যাই উন্নতির পথে।
বিন্দু বিন্দু জলকণায় যেমন মহাসাগর হয়।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় হয় সাহারা মরুভুমি। ঠিক সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেস্টার মাধ্যমে আমরাও একদিন আমদের দেশটাকে পৌছে দেবো সন্মানজনক অবস্থানে,ইনশা আল্লাহ্। আমি যখন বিশ্বের রাজধানি বলে খ্যাত নিউ ইয়র্কের বড় বড় মেসি,জেসি পেনি,গ্যাপ ও ওল্ড নেভির মত স্টোর গুলোতে "মেড ইন বাংলাদেশে"র স্টিকার লাগানো কোনো প্রডাক্ট দেখি তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি সব সময় চেস্টা করি আমার দেশের তৈরি পণ্য ব্যাবহার করতে। আমি খুজে খুজে বের করি জ্যাকেট,ট্রাউজার,সার্ট,টি সার্ট অথবা ক্যাপ যেগুলো আমার দেশের তৈরি করা।
আমার কাছে ব্রান্ডের চাইতে বেশি গুরুত্ব বহন করে" মেড ইন বাংলাদেশ" লেখা স্টিকারটি।
আমার কাছে মনে হয় এই" মেড ইন বাংলাদেশ" লেখা প্রডাক্টটি আমার দেশের কোনো শ্রমিক ভাই অথবা বোনের মমতার ছোয়ায় তৈরি হয়েছে:যা আমার খুব আপন মনে হয়। আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন আমরা প্রায় কোটির উপর বাংলাদেশি বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বসবাস করছি আমরা যদি যতটুকু পারা যায় নিজের দেশের পন্য ব্যবহার করি তাহোলে আমরা প্রত্যক্ষ ভাবেই কোটি কোটি ডলারের ব্যাবসা দিতে পারি বাংলাদেশকে। এতে লাভবান হবে আমার আপনার একান্ত আপন জনেরা ,লাভবান হবে আমাদের দেশের সাধারণ মানুষ।
আসুন আমরা ভুলে যাই অযোগ্য অসৎ নেতা ও আমলাদের বরং আমরা সাধারণ মেহনতি মানুষগুলোকে সন্মান জানিয়ে দেশের প্রতি কিঞ্চিত পরিমান হোলেও দ্বায়িত্ব ও কর্তব্য পালনে ব্রতি হই।
আমি হোতে চাইনা নিরপেক্ষ কিংবা সকল পক্ষ আমি শুধুই সত্য,ন্যায় মুক্তিযুদ্ধের পক্ষ ও সুন্দরের পক্ষ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।