Why does life keep teaching me lessons, i have no desire to learn.
শেষ বার যখন নস্ট হয়েছিলাম
দেখে নিয়েছিলাম অনেক কিছুই
যা দেখতে মন চাইছিল !!!
রমিজের গলায় ছুরি ধরে টিউশনির টাকা
সম্ভবত না খেয়ে থেকেছিল ছেলেটি কয়েকদিন !
পাশের বাড়ীর রিনার উপর !!! সম্মতি তারও ছিল
নিঙড়ে নিয়েছিলাম যতটুকু নেয়া যায়
কয়েকদিন খুড়িয়ে হাঁটতে হয়েছিল রিনাকে !!!
ভেসে যেতে বসেছিলাম জুয়ার টেবিলে
শেষ খড়কুটো ধরে ডুবন্ত মানুষ যেমন বেঁচে ফিরে
তেমনি সব হারিয়ে ফিরেছিলাম !!!
নদীর পাড়ে নটির ঘরে
মদ আর ধোঁয়ার টানে
অবলীলায় দেয়া যাবে এক জীবন এক যৌবন !!!
ইটের তলায় চাপা পড়া ঘাষের মত বিবর্ণ ছিলাম বহুকাল
আবার বেড়িয়েও এসেছিলাম
জ্বলন্ত আগুনের ধ্বংসস্তুপ থেকে প্রান যায় যায়
মানুষ যেভাবে বেরিয়ে আসে অমন করে !!!
মৃত প্রায় গাছে জল সিঞ্চনে মালি যেমন ক্লান্তিহীন
তেমন ভাবে তুমিও বাঁচিয়েছিলে
ধ্বংস হয়ে যাওয়া, বিলুপ্ত হতে চলা এক জীবন !!!
মালিও একসময় অবসরে যায়
অথবা মালিরও মোহমুক্তি ঘটে
যেমনটা আজ তোমার !!!
আজ আরেকবার আমি নস্ট হবার পথে চলেছি
ধ্বংস হতে যাওয়া, বিলুপ্ত হবার পথে আমার জীবন !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।