সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি আমাদের স্যার, স্যার বলতে ও ঘেন্না হয়... বয়স হবে ৬০ এর বেশি, কিন্তু বিয়ে করেন নি...খুব ভাল পড়ান, পোলাপান সব উনার ক্লাস খুব পছন্লাপান।আমিও করতাম... কিন্তু একদিন দেখি আমার একটি মেয়ে বন্ধু উনার ক্লাস করতে চায় না, প্রথমে তো বলে না...পরে বলল স্যার নাকি ওর দিকে তাকিয়ে থাকে... আমি বললাম সুন্দরিদের দের দিকে সবাই এক আধটু তাকায়... পড়ে দেখি অবস্থা তার চেয়েও ভয়াবহ...স্যার তাকে ফোন দেয় রাতে, বন্ধুটি যদি তার খালার হাতে ফোন দিয়ে দেয়, স্যার প্রেমিকদের মত লজ্জা পেয়ে ফোন রেখে দেয়। এরপর দেখি ইয়া! আল্লাহ... স্যার তাকে মেসেজ দেয়," ____ তুমি কি আমার উপর রাগ করেছ জান?" ওমা কই যাই স্যার এর মেসেজ দেখে তো আমি টাস্কি যে বানান!!, তার উপর বলতেছে তোমার ছেলে বন্ধুদের জানাইও না... এমা হারামির কি মনে হয় তার মত বুইড়ার জন্যে কেউ পাগল হইব? ঢাকা ভার্সিটির স্যারদের নাকি কিছু বললেও তাদের কিছু হয় না, উল্টো মেয়েদেরই ক্ষতি হয়! তাই বেচারি কিছু বলতেও পারে না বড় ভাইদের বললাম তারা বলে মেধাবিরা একটু নস্ট হয়, তাই বলে কি একটা মেয়ের জীবন এতটা চাপে আর আতংকে কাটাবে?? হয়ত অনেকেই বলবেন বোরকা পরতে! কিছু জানয়ারের ভয়ে হয়ত খাচায় ঢুকাটা নিরাপদ কিন্তু তাই বলে জানয়ারটা এভাবে ঘুরবে? জানয়ারদের কিছু হবে না? স্যারের নাম্বারটা কি দিব??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।