আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমে পড়া, আবার প্রেমে পড়া

দোয়া করবেন আমি প্রতিদিন প্রেমে পরি। ঘন্টা বা মিনিট বা সেকেন্ডেও পরি বলতে পারেন। যেমন এই মুহূর্তে আমি আমার কফির কাপের প্রেমে মজে আছি। একটু পর পর তার ঠোঁটে চুকচুক করে চুমু খাচ্ছি। এই চুমুতেই সে আমার শরীরে ঢেলে দিচ্ছে ক্যাফিন নামের এক বিষ।

প্রেম আর বিষ এই দুইটি বিষয়ে পৃথিবীর বহু মনুষ্যসন্তান অনেক কালিকলম খরচ করেছে। আমি সে দলে নাই বা গেলাম। আজ মনে পড়ছে এমন একজনের কথা যার কথা বয়ান করলে আমি ধুলো হয়ে যাবো, আমার অস্তিত্ব হুমকির মুখে পরবে। সেই মর্মে মনে পড়ছে রবিঠাকুরের �দৃষ্টিদান� গল্পটি। দৃষ্টিদানে যে মেয়েকে ভালোবাসো, মনে রাখো সে দেবী নয় মানবী।

নিজের দৃষ্টি যে সময়ে স্বামীকে দান করল, অপরের সঙ্গে স্বামীর শুভদৃষ্টি বিনিময়ের বাধা ঘটালো সে নিজেই। প্রেমের জন্য যে দান সে করেছিল এই প্রেমের জন্যই সে স্বার্থপর। তাই আমি স্বার্থপর নই। বারবার প্রেমে পড়ি। প্রেম হচ্ছে মানুষের এক অনুভূতি আকুতির ভুবন।

এ এমন সম্রাজ্য যার দরুন; বিবশ দিন, বিরস কাজ, কে কোথা ছিনু দোঁহে, সহসা প্রেম আসিলে আজ কী মহা সমারোহে। নীরবে রয় অলস মন, আঁধারময় ভবনকোণ, ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ অপরাজিত ওহে! সহসা প্রেম আসিলে আজ বিপুল বিদ্রোহে। প্রেম কখনো পুরনো হয় না। �সই কেবা শুনাইল শ্যাম নাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ� এই হল প্রেম।

�তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। � আসলে প্রেম মানুষের বেঁচে থাকার প্রেরণা। আর কাব্যিকভাবে বললে বলতে হয়, সুন্দরের আরাধনার নাম প্রেম। সর্বদা আনন্দিত হবার নামই প্রেম। আমি মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা।

আমার নিজের এক অনুভূতি বলি, আগেই ক্ষমা প্রার্থি এই পদ্যের জন্য। কাব্যে আমি কখনই সাছ্যন্দবোধ করি নি। তাই লজ্জায় মুখ লুকিয়ে কিছু লিখি, আজ বাংলা টোরেন্টের জন্য লাজ লজ্জা সব খুইয়ে দিলাম। তোমার ব্যাথাটা বুঝতে পারছি, কিন্তু আমার ব্যাথাটা আমি কি দিয়ে ঢাকবো? সেদিন নদীকে বলেছিলাম সে কি বললো জানো? বললো �তুমি কল্পনায় ফিরে যাও�। আকাশকে বলেছিলাম সে কি করলো, অজস্র কল্পনা শিল করে ঝরিয়ে দিল।

রাতের ধুমকেতু দেখতে দেখতে ওকেও বলে ফেললাম। ও কি বললো জানো? বললো, তুমি তো কবি, কল্পনাকে তুমি কবিতায় সৃষ্টি করতে পারোনা? পারি, পারি, আমি সব পারি কল্পনাকে কাছে পেলে, আমি সারাটা জীবন দমবন্ধ করে রাখতে পারি। [ বি: দ্র - প্রেম কখনও স্থির থাকতে পারে না, সরল ভাষায় বলি, আমি ও আমার স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছি, পাস দিয়ে কোনও সুন্দরী মেয়ে গেলে আমি কি এক ঝলক ও তাকাবো না??? যদি বলি না!! আমি মিথ্যেবাদী, কারন সুন্দর যে কোনো জিনিস এর দিকে মানুষের দৃষ্টি যাবেই!!! এটাই নিয়ম!!! ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.