আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের কিছু মজার তথ্য !!

মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায় ব্যাটসম্যান রান নেয়ার জন্য দৌঁড়াচ্ছে। ফিল্ডার বল ধরে জোরে থ্রো করলো। ব্যাটসম্যান ঢুকলো কি ঢুকেনি, উইকেট কিপার থ্রো ধরেই দিলো উইকেট ভেঙ্গে। সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে আবেদন।

আম্পায়ার করলেন কি, আকাশের দিকে আঙুল তুলে আউটও দেখালেন না, মাথা এদিক ওদিক নেড়ে এটাও বললেন না যে, আউট হয়নি। আঙুল দিয়ে বাতাসে চারকোনা ঘরের মতো একটা বাক্স বানিয়ে কি বোঝালেন, কে জানে! আসলে এটার মানে হলো, টিভি আম্পায়ার রিপ্লে দেখে বলবেন, আউট হয়েছে, নাকি হয়নি। এই টিভি আম্পায়ার প্রথম কাকে আউট দিয়েছিলেন জানো? কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে! আর সেই রানআউট কে করেছিলো জানো? কিংবদন্তী ফিল্ডার জন্টি রোডস! Click This Link ################################################# ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংস খেলতে নামলেন ক্লেম হিল। ভালোই খেলছিলেন, সবাই ধরেই নিয়েছিলো, প্রথম ইনিংসেই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যাচ্ছেন তিনি। কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেলো সেঞ্চুরিটা।

আউট হয়ে গেলেন ৯৯ রানে! পরের ইনিংসে তার ব্যাটিং দেখে সবাই মনে করলো, নাহ, প্রথম ইনিংসের আক্ষেপ সে দ্বিতীয় ইনিংসেই ঘুঁচিয়ে দেবে। অন্তত প্রথম টেস্টেরই দ্বিতীয় ইনিংসে প্রথম সেঞ্চুরি পেয়ে যাচ্ছেন হিল। এবারও অল্পের জন্য ফসকে গেলো সেঞ্চুরিটা। আউট হয়ে গেলেন ৯৮ রানে! পরের টেস্টের প্রথম ইনিংসেও যথারীতি হিলের প্রথম টেস্ট সেঞ্চুরি ফসকালো। হ্যাঁ, ঠিক ধরেছো, এবার তিনি আউট হলেন ৯৭ রানে! ################################################### বল হাতে আগুন ঝরাচ্ছে ফাস্ট বোলাররা।

একের পর এক বাউন্সার আসছে। আর ব্যাটসম্যান কোনোমতে মাথা বাঁচাচ্ছে। কারণ, ব্যাটসম্যানের মাথায় যে কোনো হেলমেটই নেই। ভাবছো, এ নিশ্চয়ই কোনো ভুলোমনা ব্যাটসম্যানের গল্প! না, আসলে আগে তো হেলমেটই ব্যবহার করা হতো না। প্রথম হেলমেটের ব্যবহার শুরু হয় ১৯৭৮ সালে।

আর প্রথম হেলমেট পরে মাঠে নামেন যেই ব্যাটসম্যান, তাঁর নাম হলো গ্রাহাম ইয়ালোপ। ################################################### সাবেক দক্ষিন আফ্রিকান অধিনায়ক কেপলার ওয়্সেলস ১০৯ ম্যাচের ওডিআই ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট হননি। ৪০ ম্যাচের বেশি খেলা কোনো ব্যাটসম্যানের এমন কৃতিত্ব নেই। ################################################### ফ্রাঙ্ক স্ট্যানলি জ্যাকসন হচ্ছেন ইংল্যান্ডের ১৭তম টেস্ট অধিনায়ক। ১৯০৫ সালে তিনি ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন।

খেলেছেন ২০টি টেস্ট ম্যাচ, যার মধ্যে ৫টি টেস্টে ছিলেন অধিনায়কের ভূমিকায়। ১৮৯৪ সালে হয়েছিলেন উইজডেনের "ক্রিকেটার অব দ্য ইয়ার"। জেনে রাখুন, ফ্রাঙ্ক জ্যাকসন ব্রিটিশ শাসনামলে ১৯২৭ - ১৯৩২ পর্যন্ত বাংলার গভর্নরের দায়িত্বে ছিলেন। ################################################### ব্যাটসম্যান হিসেবে বহু সম্মানই অর্জন করেছেন ব্রায়ান চার্লস লারা। কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ৬৩টি টেস্ট হারের অংশ, যা একটি রেকর্ড(!) তাঁকে হয়তো এই গ্লানি আর বেশি দিন বয়ে যেতে হবে না, কারণ তাঁরই স্বদেশী শিবনারায়ন চন্দরপল এরই মাঝে ৬২টি টেস্ট হেরেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।