আমাদের কথা খুঁজে নিন

   

কুরআন ও সহিহ হাদিসের আলো

কুরআন ও সহিহ হাদিসের আলো সত্তরটি কবীরা গুনাহ নিম্নরূপ: ১. শিরক করা ৷ ২. মানুষ হত্যা করা ৷ ৩. জাদুটোনা করা ৷ ৪. নামাজে অবহেলা করা ৷ ৫. যাকাত না দেয়া ৷ ৬. বিনা ওজরে রমজানের রোযা ভঙ্গ করা ৷ ৭. সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব না করা ৷ ৮. পিতা-মাতার অবাধ্য হওয়া ৷ ৯. রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা ৷ ১০. যিনা-ব্যভিচার করা ৷ ১১. লাওয়াতাত বা সমকামিতা করা ৷ ১২. সুদের আদান-প্রদান ৷ ১৩. ইয়াতিমের মাল আত্মসাত্ করা এবং তাদের ওপর জুলুম করা ৷ ১৪. আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যারোপ করা৷ ১৫. ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন৷ ১৬. শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম৷ ১৭. গর্ব-অহংকার৷ ১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া৷ ১৯. মদ্যপান৷ ২০. জুয়া খেলা৷ ২১. সতী-সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া৷ ২২. গনীমতের মাল আত্মসাত্ করা৷ ২৩. চুরি করা৷ ২৪. ডাকাতি করা৷ ২৫. মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা৷ ২৬. জুলুম বা অত্যাচার করা৷ ২৭. জোরপূর্বক চাঁদা আদায় করা৷ ২৮. হারাম খাওয়া ও যেকোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা৷ ২৯. আত্মহত্যা করা৷ ৩০. কথায় কথায় মিথ্যা বলা৷ ৩১. বিচারকার্যে দুর্নীতির আশ্রয় নেয়া৷ ৩২. ঘুষ খাওয়া৷ ৩৩. পোশাক-পরিচ্ছদে নারী-পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা৷ ৩৪. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দান৷ ৩৫. তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক হিলা বিয়ে করা৷ ৩৬. প্রস্রাব থেকে পবিত্র না থাকা৷ ৩৭. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা৷ ৩৮. দুনিয়াবী উদ্দেশ্যে ইলম বা জ্ঞান অর্জন করা এবং সত্য গোপন করা৷ ৩৯. আমানতের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা৷ ৪০. দান-খয়রাতের খোটা দেয়া৷ ৪১. তকদিরকে অবিশ্বাস করা৷ ৪২. কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা৷ ৪৩. চোগলখুরি করা৷ ৪৪. বিনা অপরাধে কোন মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া৷ ৪৫. ওয়াদা খেলাফ করা৷ ৪৬. গণকের কথায় বিশ্বাস করা৷ ৪৭. স্বামীর অবাধ্য হওয়া৷ ৪৮. প্রাণীর প্রতিকৃতি আঁকা৷ ৪৯. বিপদে উচ্চঃস্বরে বিলাপ করা৷ ৫০. বিদ্রোহ, দম্ভ ও অহংকার প্রকাশ৷ ৫১. দাস-দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা৷ ৫২. প্রতিবেশীকে কষ্ট দেয়া৷ ৫৩. মুসলমানদের কষ্ট ও গালি দেয়া৷ ৫৪. আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া৷ ৫৫. অহংকার ও গৌরব প্রকাশে টাখনুর নিচে পোশাক পরা৷ ৫৬. পুরুষের স্বর্ণ ও রেশমী কাপড় পরিধান করা৷ ৫৭. মনিবের কাছ থেকে গোলামের পলায়ন বা বৈধ কর্তৃপক্ষকে অস্বীকার করা৷ ৫৮. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু-পাখি যবেহ করা৷ ৫৯. যে পিতা নয়, তাকে জেনে-শুনে পিতা বলে পরিচয় দেয়া৷ ৬০. ঝগড়া ও বাদানুবাদ করা৷ ৬১. প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়া৷ ৬২. মাপে এবং ওজনে কম দেয়া৷ ৬৩. আল্লাহর আজাব ও গজব সম্পর্কে উদাসীন হওয়া৷ ৬৪. আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া৷ ৬৫. বিনা ওজরে জামায়াত ত্যাগ করা এবং একাকী নামাজ পড়া৷ ৬৬. ওজর ছাড়া জুমআ এবং জামায়াত ত্যাগ করার ওপর অটল থাকা৷ ৬৭. উত্তরাধিকারীদের মধ্যে শরীয়ত বিরোধী ওসিয়ত করা৷ ৬৮. ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকান৷ ৬৯. মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয় অন্যদের কাছে প্রকাশ করে দেয়া৷ ৭০. রাসূলের সাহাবাদের কাউকে গালি দেয়া৷ আল্লাহ আমাদের এই সকল কবিরা গুনাহ থেকে হেফাজত করুন আমিন।আপনার বন্ধুদের জানিয়ে দিন। —  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।