আমাদের কথা খুঁজে নিন

   

কুরআন কি বিজ্ঞানময় ?

যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক ,তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে । ২৫৭ , সুরা বাক্বারা । "একবার খালি MBBS টা পাশ করে নিই , রাস্তার সাইন বোর্ড ও আর পড়বনা । " পড়ালেখার প্রতি অতিষ্ঠ ,ত্যক্ত বিরক্ত হয়ে এ কথা যিনি বলেছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয় ও পরম শ্রদ্ধেয় ফিজিওলজির এমদাদ স্যার । ছাত্র থাকতে এটাই তিনি পণ করেছিলেন ।

তাঁর এই বাণীটার জন্যই আমি তাঁকে পছন্দ করতাম । তাঁর যোগ্য ছাত্রী হয়ে আমি বলি ,"পোস্টগ্র্যাজুয়েশন টা হয়ে যাক রাস্তার সাইন বোর্ডও আর পড়ব না । " MBBS এর পর আরও পড়তে এসে অকালে জীবনের সব প্রাণ শক্তি ক্ষয় করে "কী ভুল আমি করেছি ভুলে " । মেডিকেলের স্টুডেন্টদের বদনাম আছে ,এরা হাটে মাঠে ঘাটে বাসে খালি পড়ে আর পড়ে । কয়েকদিন আগে আমিও ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে প্রায় ২০ কেজি বই কাঁধে নিয়ে , পানির বোতল , টিফিন বক্স নিয়ে ইউনিফরম ( এপ্রন) পরে স্কুল বাসে থুক্কু বি,আর,টি,সি বাসে চড়ে বসতাম ।

বাসে উঠে হয় ঘুমিয়ে গেছি অথবা অসপি পড়তে পড়তে গেছি । হায়রে , পড়া আর পড়া ; জীবন শুধু পড়াময় । " এত পড় কেন ,নাপা ? " এইটা বলে ছিলেন একজন। ( আমার নামের বিকৃতি করে কইতেন তিনি ) " আমার রোগী কে আমার কাছ থেকে নিরাপদ রাখতে চাই । এই জন্যই পড়ি ।

"হাজার হলেও মানুষের জীবন নিয়ে কথা । অবসে তো আবার একজনের জীবন নয় দুজনের জীবনের ব্যাপার । মা আর গর্ভস্থ সন্তান সে যাই হোক "সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সেবা " এই আশা নিয়ে মেডিকেলে পড়তে এসে আসল পড়াই পড়া হয়নি । পড়া হয়নি জীবন যাপনের বিজ্ঞান । তাই সেদিকে চরম ভাবে ফেইল করেছি ।

রবি গুরুর বাণী আছে ," যাহাকে আমি রাখিয়াছি পিছে সে আমাকে টানিয়াছে পিছে । " আমি সেই মানুষ যার সম্পর্কে ডাঃ মুহাম্মদ শহীদুল্লাহও একটা কথা বলে গেছেন । আমি মণ , মণ (৪০ কেজিতে ১ মণ ) বই এর পৃষ্ঠা বড় উলটিয়েছি , জানিনা জ্ঞান কতটুকু অর্জিত হয়েছে , সময় পাইনি কুরানের অর্থ পড়ার , বুখারী পড়ার , মুসলিম পড়ার । হাদিস গ্রন্থ গুলোর নামই আমি জানতাম না । নিজের কম্পিউটার হওয়ার পর(২০১০এর শেষের দিকে ) বুখারী শরীফ ডাউন লোড করেছি ,তাও পড়ে শেষ করতে পারিনি ।

ধর্মীয় জ্ঞান বলতে স্কুল লাইফের ইসলামিয়াত বিষয়ে যা ছিল সে পর্যন্ত স্থির হয়ে ছিল । তয় স্কুল লাইফে আমি খুব আঁতেল ছিলাম । তাই ঐ টুকু ভাল মত পড়া ছিল । আমি হলাম ডিজুস জেনারেশনের প্রতিনিধি । আমাদের আসলে কোন বিষয়ে ডীপ জ্ঞান নাই ।

সবই ভাসা ভাসা জ্ঞান । তবে অনেক ভাব নিয়ে চলি যেন আমিই সব জান্তা । একটা কথা বলা যায় জন্ম সূত্রে আমি মুসলিম আছিলাম । তবে আমি ইসলাম গ্রহণ করেছি বেশী দিন হয়নি । ধর্ম বিষয়ে আমি স্বশিক্ষিত ।

হুজুরদের কথা বেশীর ভাগ সময়ে আমার পছন্দ হয়না , তাই আমি ঠিক করেছি আমি নিজেই জানবো । যদিও আমি বেশিদূর আগাতে পারিনি । কারণ একটা খারাপ কাজ সহজে করা যায় , কারণ আযাযিল সাহেব ব্যাপক উৎসাহ দেয় । ভাল কাজ সে মোটেই করতে দিতে চায়না । যুদ্ধে বেশীর ভাগ সময় তার ই জয় হয় ।

নাকির ( আ: ) আমার গুনাহ খাতা লিখতেই থাকেন আর লিখতেই থাকেন । তো ধান ভানতে এই শিবের গীত গাওয়ার কারণ হল , আমার মত পাপী আর অল্পবিদ্যা ভয়ংকরীর পক্ষে ইসলামী পোস্ট দেয়া কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার নিজের কাছে নিজেরই কিন্তু একটা প্রশ্ন । কুরআন কে বলা হয়েছে বিজ্ঞানময় কুরআন । অনেক কিছুই কিন্তু আমাদের বুঝে আসেনা । আমাদের বুঝে না এলেই সেটা মিথ্যা এরকম একটা গ্রুপ মনে করে ।

আমিও মনে করতাম । আমিও কুরআন নিয়ে ব্যাপক সংশয়ে ছিলাম । তো কুরআনে একটা মাত্র আয়াত দেখে আমি ইসলাম গ্রহণ করি ,মানে হল এটা মেনে নিয়েছি আমার জ্ঞানের মধ্যে কমন পড়ুক আর না পড়ুক কুরআন আল্লাহর বাণী । আমার জ্ঞান খুব সীমিত । আমি যদি মেডিক্যালে না পড়তাম তাহলে এটা আমি ধরতে পারতাম না ।

তবু আমার আবিষ্কৃত কুরানের বিজ্ঞানময় অর্থ নিয়ে আজকের পোস্ট । তাহলে শুরু করি ? আপনাদের জানাই কোন সে আয়াত যা দেখে আমি মুসলিম হয়েছিলাম । কিছু গুহার অধিবাসীদের নিয়ে এই আয়াত। চারিদিকে বৈরী পরিস্থিতি তৈরী হওয়ায় কিছু যুবক গুহায় আশ্রয় নেয় আর আল্লাহর সাহায্য প্রার্থনা করে । আল্লাহর সাহায্য তারা পান ।

" আপনি কি গুহার অধিবাসী ও রাকিমের অধিবাসীদের আমার বিস্ময়কর নিদর্শন মনে করেন ?"( কাহফ ৯) হ্যাঁ , আমি মনে করি । যুবকদেরকে লুকিয়ে রাখার জন্য সেই গুহায় ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখা হয় । "অতঃপর তাদেরকে কয়েক বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখলাম । " (কাহফ ১১) "তারা তাদের গুহায় ৩০৯ বছর পর্যন্ত অবস্থান করছিল' (কাহফ ২৫) তো কি ঘটল সেখানে ? পাঠকের বোধগম্য করার জন্য এইবার এক ধরনের রোগীর চিকিৎসা পদ্ধতি বলি । আপনারা স্ট্রোকে প্যারালাইসিসের রোগী দেখে থাকবেন ।

এরা নিজেরা নড়তে চড়তে পারেন না । যদি একভাবে পড়ে থাকে তবে তাহলে প্রেশার পয়েন্টে ঘা হয়ে যায় । বেডসোর বলি আমরা সেই ঘা কে । এই বেড সোর প্রিভেন্ট করার জন্য পাশ ফিরিয়ে দিতে হয় । আর ঘণ্টায় ঘণ্টায় পার্শ্ব পরিবর্তন করতে হয় ।

দীর্ঘদিন মরার মত ঘুমিয়ে থাকলে ও একই কাহিনী । ৩০৯ বছর ঘুমিয়ে থাকলে তাদের ও বেডসোর হওয়ার সম্ভাবনা । কিন্তু তাদের হলনা । তাদেরকেও সাইড চেইঞ্জ করানো হত । কুরআনে এই সায়েন্টিফিক ব্যাপারটি যেদিন আমি প্রথম দেখেছি আমি চমকে গেছি ।

"অতঃপর তাদেরকে কয়েক বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখলাম । " (কাহফ ১১) "তারা তাদের গুহায় ৩০৯ বছর পর্যন্ত অবস্থান করছিল' (কাহফ ২৫) " আর তাদের কে আমি পার্শ্ব পরিবর্তন করাতাম " (কাহাফ ১৮) সাইড চেইঞ্জের বিষয়টির উল্লেখ দেখে আমি চমকে গেছি । যতবার দেখি ততবারই চমকে যাই । উহ , এত সুস্পষ্ট বিজ্ঞান ময় কুরআন । তারপরেতো আর অবিশ্বাস করা যায়না ।

বিষয়টি উল্লেখ করার কারণ ই হয়ত যেন চিকিতসক সমাজকে চিন্তার সুযোগ করে দেওয়া । জ্যোতির্বিদ্যা সম্পর্কে যত টুকু বলা আছে সেটা আমি বুঝতে পারিনি । "আর উদয় কালে সূর্যকে তাদের গুহা থেকে ডান দিকে হেলতে দেখবে আর যখন অস্ত যায় তখন তা বাম দিক দিয়ে অতিক্রম করে , অথচ তারা সে গুহার প্রশস্ত স্থানে থাকে । এটি আল্লাহর নিদর্শন । " (কাহাফ ১৭ ) এটা এন্টেনার উপর দিয়ে গেছে ।

তবে এন্টেনার উপর দিয়ে গেলেই যারা মনে করে সবই মিথ্যা আর সেটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে । ভালই লাগে তদের কে দেখলে জগতে আমার থেকে অবুঝ কেউ আছে এটা দেখে শান্তি পাই । ( শয়তানী হাসি ) আমি মনে করি বাতাস না দেখলেও বাতাস আছে । তেমনি যা বুঝতে পারছিনা কেউ না কেউ তা বুঝে । আর যে আয়াত দেখে আমি ইসলাম গ্রহণ করেছি তা দেখে অন্যরা গ্রহণ করবে এটা আমি মনে করিনা ।

একই জিনিস দেখে কেউ হয়ত ঠিক পথে যায় আর কেউ হয়ত আরো বিপথে চলে যায় । " তিনি এর দ্বারা অনেককেই বিপথগামী করেন এবং অনেককেই সৎ পথে পরিচালিত করেন । "(বাক্বারা/২৭) " আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে-ই হেদায়েত প্রাপ্ত হয় , যাকে তিনি বিপথগামী করেন , সে তার পথপ্রদর্শক অভিভাবক পাবেনা । " ( কাহাফ ১৮) ৩০থেকে ৪০ বছর বয়সটাই হয়ত এমন মন খোঁজ করে আধ্যাত্মিকতার। অনেককে হয়ত ভাল ভাবে আসতে বললে আসেনা , তাদের জন্য নানা রকম বিপদ আপদ দিতে হয় ।

তারা হল ত্যাড়া গ্রুপ । আমিও ত্যাড়া গ্রুপের সদস্য । চরম বিপদ আপদে পড়ে আমিও প্রশান্তির খোঁজ করতে গেছিলাম । কিন্তু সবই সত্য জেনে ও আমার প্রতিদিনের অ ধঃপতন দেখে নিজেরই খারাপ লাগে । ডিজিটাল আমল নামা থাকলে বুঝে নিতাম কত টুকু পাপ পূণ্য অর্জন করেছি ।

হায়রে দীর্ঘশ্বাস শুধু। এ জীবন শুধু পরীক্ষা ক্ষেত্র । আর কিছু না । তাই চেষ্টা করে যাই ভাল থাকার ভাল রাখার । শুধু বলি " হে আমার রব ভুলগুলোর জন্য পাকড়াও করবেন না ।

হে রব ! আমাদের উপর বোঝা দিবেন না পূর্ববর্তীদের ন্যায় ; হে আমাদের রব ! ক্ষমতার বাইরে কোন গুরুভার আমাদের উপর দিবেন না । আমাদের পাপ মোচন করুন ,ক্ষমা করুন , দয়া করুন , আপনি ই আমাদের একমাত্র অভিভাবক । (বাক্বারা ২৮৭) আমার সব পোস্টের টার্গেট পিপল থাকে শুধু একজন । ঘটা করে এই পোস্ট লিখা নিজেকে জাহির করা নয় , বরং জানানো যে একটা আয়াত আছে যা মেডিক্যাল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় । যারা সার্চ করে তাদেরকে হেল্প করা ।

একজন কেউ যদি পোস্ট বুঝতে পারে তাহলেই আমি ধন্য । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।