আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হোসেন

আবুল হোসেন আবুল হোসেন আরাম করে একটু বসেন, দেশপ্রেমিক হয়েছি ভাই, সার্টিফিকেট আনিতে যাই, বসিবার সময় তো নাই। আবুল ভাই আবুল ভাই, দেশপ্রেমিক হতে চাই, উপায়টা দাও ভাই বলি। করিবে দুর্নীতি আর হরিলুট দেশটাকে বাঁশ দিয়ে মারিবে চম্পট। কাউকে বলো না ভাই কানে কানে বলি। আবুল ভাই আবুল ভাই আরেকটু দাঁড়াও না ভাই, নির্বাচনের সঞ্চয় চাই, নতুন কমিশন খুঁজিতেছি তাই দাঁড়াবার সময় তো নাই।

আরেকটু কথা ছিল বিশ্বব্যাংক যে চলে গেল, পদ্মা সেতুর হবে কি উপায়? পদ্মা সেতু নাইবা হলো বিশ্বব্যাংকও দুর্নীতিবাজ ছিল—এটাই হলো জননেত্রীর রায়। এতই যখন লোক হাসালে তবে কেন নখ খসালে। বিশ্বব্যাংকের কথা মেনে এবার কেন চলে গেলে। চলে গেলাম কে বলিল, এ তো একটা কৌশল ছিল। শুধিতে হবে দেশের ঋণ, মন্ত্রী হতে চাই আবার দফতরবিহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.