মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! ভালোবাসি তোমায় --------------------- ভালোবাসি তোমায় নিঝুম রাতে, ভালোবাসি তোমায় ক্লান্ত দুপুরে, খুঁজে ফিরি তোমায়- গোধূলি লগ্নের রক্তিম আকাশে, অথবা সমুদ্রের মাতাল ঢেউয়ের মাঝে, কিংবা কোন এক কচু পাতার ভেতর জমে থাকা - এক ফোঁটা উজ্জ্বল শিশিররের মাঝে। তোমার অস্তিত্ব আবিষ্কারের - নিস্ফল চেষ্টা করি সর্বদা। ভালোবাসি তোমায় সর্বদা সর্বস্থল, এটা কি শুধুই ভালোবাসা নাকি পাগলামো ? ----------- - আরমান ২৪/৮/২০১২ রাত ০২:৫৩:৫৩ _____________________________________________ পূর্বে প্রকাশিত আরও কিছু কবিতাঃ ০১. বেদনার রং ০২. Before in Love ০৩. শিরোনামহীন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।