" সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে খেলাচ্ছলে শিক্ষা দেওয়া " - প্রমথ চৌধুরী আবার আমি ফিরে আসব তোমার কাছে, মিশে যাব তোমার অদেখা অস্তিত্বের মাঝে; তোমার মনের গহীনে হারিয়ে ফেলব নিজেকে, মাধবীলতার মত জড়িয়ে রাখব তোমাকে। কেমন করে দেখাব তোমায় ভালোবাসার রূপ? ভাসিয়ে নিব তোমায় প্রেমের স্রোতধারায়, লোহিত স্বপ্নের আবেশে হারাবে তুমি মনে মনে; বাসনাগুলো সত্যি হয়ে ঘিরে রাখবে তোমায়, সিক্ত হয়ে যাবে তুমি সুখের বর্ষণে। ( কবিতাটি পড়ার পর অনুগ্রহ করে উপর থেকে নিচের দিকে প্রতিটি লাইনের প্রথম অক্ষর পরুন.... ....)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।