সবে মাত্র লিখা শুরু করলাম, খোলা ডায়রির প্রথম পর্ব। আমি অনেক ছোট বয়সী। দেখি কি করতে পারি. :) মেডিকেল ভর্তি নিয়ে সব্বাই টেনশিতো। কেউ বলে জিপিএ ভিত্তিতে ভর্তি হওয়া ভালো, আবার কেউ বলে ভালো না।
১# ভালো নাঃ ছাত্র অনেক ভালো।
এস এস সি এবং এইচ এস সি তে অনেক পরিশ্রম করেছে। মন্দ ভাগ্য বলে একটা কথা আছে, হয়তো বাংলা বা সমাজে A+ মিস হয়ে গিয়েছে। বাকি সব ঠিক। সব গোল্ডেন। কিন্তু এই ছাত্র কত পিছিয়ে পরবে হিসাব নেই।
এছারা দুর্নিতি তো আছেই। শিক্ষক দের টাকা দিয়ে কত A+ ক্রয় হচ্ছে। তো বলা যায় এই নিয়ম ভালো না।
২# ভালোঃ অনেক ছাত্র আছে যারা এসএসসি এবং এইচএসসি তে কোন রকম, তাদের টার্গেট হল "ইন্টার দিয়া সিরিয়াস হইয়া যামু"। সেটাই হয়, ইন্টার দিয়ে পড়াশুনায় বেশ মনযোগী।
তারা পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্সও পেয়ে যায়। কিন্তু ব্রাদার ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত যেই পড়াশুনাটা করছেন তার দাম তো দেয়া লাগবে, নাকি? এছারা ব্যয়বহুল কোচিং গুলোরও অবসান ঘটবে। আবারও বলা যায় আই নিয়ম ভাল হয়েছে।
দু'দলের মন্তব্যের কথা বললাম। বিষয় তা বেশ কনফিউসিং, তাও আমার কি? আমি ত কমার্স এর ছাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।