আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের মুখে বুয়েট উপাচার্য ও সহ-উপাচার্য

উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ও কার্যালয়ে গিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এর আগে উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়ে গিয়ে শিক্ষকেরা পৃথকভাবে দুজনের সঙ্গেই দেখা করে তাঁদের পদত্যাগ করার আহ্বান জানান। শিক্ষক ও শিক্ষার্থীরা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্য ও সহ-উপাচার্যকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত না নিলে কুশপুত্তলিকা দাহসহ কঠোর আন্দোলন শুরু করা হবে। গতকাল শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।

এতে শিক্ষকেরা যোগ দেন। বুয়েট শিক্ষক সমিতির আন্দোলনের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন শুরু হয়েছে। সকাল থেকেই বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষকেরা ‘সেভ বুয়েট, রিমোভ ভিসি-প্রোভিসি’ লেখা কালো গেঞ্জি পরে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। আন্দোলনকারী সপ্তম ব্যাচের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের আগ পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।