আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের সময় বাড়ল ২৩ ঘণ্টা

গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ আরও ২৩ ঘণ্টা বাড়িয়ে আগামী শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে ১২ ঘণ্টা অবরোধ বাড়ানোর  ঘোষণা দিয়েছিলেন রিজভী ।

রুহুল কবির বলেন, এ ছাড়া অবরোধ চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।