রেলকর্মীর বিরুদ্ধে যাত্রী অভিযোগ করছে। তাই মন্ত্রী চড় মারলেন। অভিযোগ সত্য কিনা তা জানার দরকার নাই। ক্ষমতা আছে, মারছে। পাবলিক খুশি।
সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে তো চুরি-চামারি অভিযোগের অভাব নাই। বিচার বোধ হয় সবার জন্যই এক রকম হওয়া দরকার। কারও জন্য প্রমান লাগব কারও জন্য লাগব না - তা হবে না, তা হবে না।
আমি তু এক্কেরে কাদেরের ভক্ত হয়ে গেলুম। আর আমজনতার লাফালাফি দেইখ্যা কাদেরের জইন্য কিঞ্চিত ঈর্ষান্বিত হইয়া গেলুম।
এই ছুডু লুকগুলারে মাইরা কি করবেন? পারেন তো কালো বিলাই, সাদা বিলাই, ইলাহী বিলাহী ঐসব চুর গুলারে একটু থাপ্রা মায়রা আসেন। আর আয়নার সামনে দাড়াইয়া নিজেরেও কয়েকটা থাপ্রা মাইরেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।