ই-মেইল হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা ব্যবহার করছে ভুয়া ই-মেইল আইডি। আর এই ভুয়া ই-মেইলের ফাঁদে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারি আমরা। তবে একটু সচেতন হলে ভুয়া আইডি শনাক্ত করা সম্ভব। আপাতভাবে মেইল পাঠিয়ে অথবা ওয়েব সার্ভিস ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি শনাক্ত করা যাবে। যে মেইলটি বা আইডিটি ভুয়া মনে হবে সেই অ্যাড্রেসে একটি মেইল পাঠাতে হবে, এতে অ্যাড্রেসটি ভুয়া হলে একটি ফেইলর নোটিশ আসবে।
অন্যথায় মেইল সেন্ট হবে। এতে বোঝা যাবে মেইলটি আসল নাকি নকল। আবার ই-মেইল অ্যাড্রেস চেকার সার্ভিসের মাধ্যমে ই-মেইলের ভ্যালিডিটি চেক করা যায়। এ জন্য http://bit.ly/IKCN লিংকে গিয়ে ই-মেইল আইডির বক্সে কাক্সিক্ষত আইডি ইনপুট দিতে হবে এবং চেক বাটনে ক্লিক করতে হবে। কম সময়ের মধ্যে এটি ফল প্রকাশ করবে।
মেইল আইডি ভ্যালিড হলে টিক চিহ্ন থাকবে এবং আরো ইনফো দেখা যাবে। আর ই-মেইল ভুয়া হলে ক্রস চিহ্ন থাকবে। সাইটটিতে ২৪ ঘণ্টায় একই আইপি দিয়ে ৩ বার ই-মেইল আইডি চেক করা যাবে। http://bit.ly/fS42tvA_ev tp:// tools.email-checker.com লিঙ্কে ভিজিট করেও মেইলটি পরীক্ষা যায় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।