একটু স্বাধীন ভাবে উড়তে চাই পড়ন্ত দুপুরে জলন্ত সিগারেট আমারই হাতে, প্রতিটি টানে সুখ অনুভব হয় যাতে। প্রতিটি ছায়ে মিশে থাকা এক একটি কষ্ট, হয় জীবন খানি একটু একটু করে নষ্ট। মনে হয় জীবন খানি উড়ন্ত ধোয়া, সিগারেট বিনা জীবন আমার ভুয়া। সিগারেটে মিশে থাকা আমার ভালোবাসা, সিগারেটই আমার সর্বশেষ সর্বচ্চ আশা। এক একটি কাঠি, এক একটি জীবন, সিগারেটে পার হয় ছোট ছোট ক্ষণ। সিগারেটে জ্বলে থাকা আগুন, এনে দেয় বসন্তে ফাগুন। যদি পাই আমি একটি সিগারেট, চাই না কোন মজাদার কাকলেট, চকলেট। নীলমেঘ (যদি সিগারেট নিয়ে লেখা, তবুও বলি "মাদক থেকে দূরে থাকি, মাদকমুক্ত দেশ গড়ি")
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।