প্রকীর্ণ করি অর্ণে আলোক বিসর্গী বীথিকায় শেষ রাত বাহির ক্ষীণ কৃশ শীতল। স্থুল তুন্দ্রাকোঁচে গেঁথে যাবে ফুটপাথ। আর কটাদিন। এক্ষণে বাতায়নস্থ একাকী মুগ্ধদৃকে শেষ দ্রাক্ষা দর্শন। প্যাকেটে শেষ সিগারেট। অবশিষ্ট চা টুকু জীবনের ক্রূর এনালজি। ক্রমঃ কুণ্ডলীকৃত ধুম্র-শ্রী গরাদ ছুঁতেই- আরোপিত সৃষ্টিসুখ, কলমে কাঁপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।