আমাদের কথা খুঁজে নিন

   

দুচোখ স্বস্তি খোজে কান্নার অবসর পেলে।

আমি এখানে, তুমি ওখানে। এ জীবন কোনখানে, এ মন কোনখানে। নিদ্রা না আসে এ দু চোখে, তোমার আবেশ পায় না বুকে। তোমাকে ছাড়া বুঝি বাঁচা যায় না, ঘোলাটে হয়ে গেছে মোর জীবন আয়না। সময়টা বুঝি, বিমুর্ত রাতি।

চারিপাশে স্থবিরতা। বিন্দাবনে নির্বাসিত রাধা। যখন শুনি কোন পদধ্বনী, মন বলে বুঝি তুমি এলে। সুখ ফোয়ারা মিলিয়ে যায়, দৃষ্টি মোর দূর নিলীমায়। দুচোখ স্বস্তি খোজে কান্নার অবসর পেলে।

এমনই দূরত্ব, বাতাসও রিক্ত। কেনো এমন হলো। অতিতের দিন, স্বপ্নরঙ্গীন। এখন তা বুঝি দূর আকাশের আলো। ভালবাসতে চাই, চাই তা আকুন্ঠ চুম্বনে।

লোকালয় ছেড়ে ঘর বাঁধতে চাই, কোন এক নির্জনে। যেথা থাকবেনা, নাড়ী ছেঁড়ার কান্না। সমাজের চোখ রাঙ্গানী। অত্যাচারীর রোমহর্ষক কাহিনী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।