আমাদের কথা খুঁজে নিন

   

নীলাঞ্জনার দুচোখ...

শুধু একজন মানুষ...এরপর সহজ,সাধারণ ও সফল হতে চাই...এর বেশি কিছুনা...

নীলাঞ্জনার দুচোখ দুচোখে তোমার হাসির ঝিলিক কখনো দেখি বিষন্নতা, আবার দেখি দুচোখে তোমার হাতছানি দেয়া নিরবতা । কখনো দুচোখ ঈর্ষা করে কখনোবা অভিমান, কখনো দুচোখ শ্রান্তি ভরে হয়ে আসে ম্রিয়মাণ । দুচোখ প্রায়ই অবজ্ঞা করে কুঞ্চিত হয় বিরক্তিতে, আবার সে দুচোখই যেনো প্রশ্রয় দেয় দুষ্টুমিতে । মায়া আর রহস্য ঘেরা অমন দুটি চোখের পরে, তাকাতে বরো ইচ্ছে করে ভালবাসায় দুচোখ ভরে । গহীন তোমার চোখের ধ্যানে সময় কাটে ক্ষণে ক্ষণে, চাইনা আমি অশ্রু জমুক অপরূপ সেই চোখের কোণে । দুচোখের এক পলকে আমায় রেখে ধন্য করো, দুচোখ মুদলে আমি তোমার দুচোখ দেখবো জেনো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।