আমাদের জীবনটা জীবনই থেকে যায় সারাজীবন , লাইফ আর হয় না সিনেমার নায়ক নায়িকাদের মতো।
আমি জানি যে তোমার জানা আছে
নীল নদের পানি নীল নয়,
যেমন লাল নয় লালদীঘির পানি ও
নীলক্ষেতে বারো মাস তেরো পার্বণেও
তুমি দেখনি কখনো নীল চাষ।
কিন্তু আমি জানি, নীলকন্ঠী মেয়ে
তুমি দেখেছো ঠিকই- বর্ষা বৃষ্টি রোদ্দুরে
বেদনার কাব্যিক অবয়বে নীল ছোপ।
মনলোভা বিষাদে, ফেরারী তুমি তবু নও ক্লান্ত
আইবুড়ো শহরের বিষাক্ত ছোবলেও তুমি নির্লিপ্ত ।
থাকো তুমি নীল আকাশের দূর নিলীমায়,
কোচড় ভরা তোমার নীল জোছনায় ।
সেই ফেরারী তোমার জাগরনে- ঘুম ঘুম চোখে
শহরের বুড়ো বাতিগুলো নিভে যায় একে একে।
নভোনীল শাড়িতে নাগরী তুমি - অলৌকিক
আলো আধারীর নগরীতে ধূসরিত নাগরিক আমি- যান্ত্রিক।
শিশির ভেজা পায়ে, তোমার গায়ে নীল শাড়ী এলোমেলো,
খুজে ফিরি তোমায় অনাদিকাল ভোরের স্নিগ্ধ বাতাসে ।
দুহাত ছড়িয়ে তাকাই নীলাকাশে - আমার দুচোখ টলোমলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।