আমাদের কথা খুঁজে নিন

   

পর্দা মানেই হিজাব???

নীচের এক পোস্টে এই কমেন্ট করেছিলাম কিন্তু মনে হয় কমেন্ট মডারেশন। হিজাব না নিলেই কি বেপর্দা??? ১৯৬৯ এ অসহযোগ আন্দোলনের সময়কার আমাদের মা বোনদের মিছিলের ছবি দেখেন... একজনও কি হিজাব পরা ছিল .. না ছিল না কিন্তু একজনকে কোন অশালীন বা অরুচিশীল জামা কাপড় পড়ে আছে কি মনে হয় আপনার। পর্দা (হিজাব) পড়ায়ে মেয়েদেরকে ঘরের মধ্যে বসিয়ে না রেখে, শালীন পোশাক পরে যে মেয়ে নাসায় বসে মংগল গ্রহে রোবট চালায়, আমি তাকেই বেশী রেসপেক্ট করব... আমেরিকায় দুই মিনিটে একটা রেপ? তাহলেতো আমাকে এই ২০ বছরে অন্তত ১০,০০০০ রেপ দেখার কথা... আজ পর্যন্ত্য জিরো...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।