আমাদের কথা খুঁজে নিন

   

পর্দা এবং বোরখা (২)

kakpokhkhi@gmail.com

وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا” “তারা যেনো যা সাধরনত: প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ” প্রকাশমান বলতে হাতের তালু, মুখ-মন্ডল, পায়ের পাতা অর্থাৎ যে সব অন্ঙ সাধারন কাজ কর্মে বের হয়ে যায়। অতএব, কোরআন মতে আমরা পাচ্ছি মেয়েদের পর্দার কথা বলতে মাথায় বুকে কাপড় দেয়া। দৃষ্টিকে নত করা। এমন ভাবে হাটা, চলা ফেরা যাতে তার দৌহিক সৌন্দর্য্য প্রকাশ না পায় অন্য পুরুষের সামনে।

অর্থাৎ কোন বিশৃংখলা না সৃষ্টি হয় একজন নারীর পোষাক বা এটিটিউটে। يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا9 “হে নবি! আপনি আপনার পত্নিগনকে ও কন্যগনকে এবং মুমিনদের স্ত্রীগনকে বলুন, তারা যেনো তাডের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদের চেনা স হজ হবে । ফলে তাদেরকে উত্যক্ত করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।

” এখানে চাদরের কিয়দংশ টেনে নিতে বলা হয়েছে। কোরআনে কোথাও বোরখার কথা বলা হয়নি, পর্দা যে কাপড় দিয়ে করা হবে তার রং বা লেন্থ এর কথাও উল্লেখ করা হয়নি। বলা হয়নি পা পর্যন্ত লম্বা কাপর পরতে হবে। বা কালো কাপড়ের বোরখা পরতে হবে। বলা হয়নি হাত মোজা-পা মোজা পরতে হবে।

চোখের সামনে ২ পার্টের কাপর ঝুলাতে। মুল ব্যপার হচ্ছে মার্জিত থাকা। যাতে করে সমাজে কোন রকম উচ্ছৃংখলতার সৃষ্টি না হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসা স হ তাবলিগ-জামাতের লোকেরা তাদের স্ত্রী এবং কন্যাদের যে সমস্ত বোরখা পরিধান করান তার কথা কোরআনে কোন রকম হিন্টস ও দেয়া নাই। এব্যপারে তাদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা বলেন, বর্তমান দুনিয়ার অবস্থা খারাপ।

ফেতনা-ফাসাদে ভরে গেছে। তাই মেয়েদের পর্দা আরো কঠোর হতে হবে। অবস্থা দেখে মনে হচ্ছে মেয়েরা বোরখার ভেতরে ঢুকলেই পৃথিবীতে শান্তি নেমে আসবে। কথা হচ্ছে পৃথিবী কখন কোন অবস্থায় যাবে সেটা মহান আল্লাহ ছাড়া আর কে ভালো বলতে পারবেন? এই রকম বোরখা পরার পরিস্থিতি আসলেই আসলে আল্লাহ কি সেটা কোরআনে উল্লেখ করে দিতে পারতেন না? “……….We did not leave ANYTHING out of this book.” 6:38 কাওকে তো মাতাব্বরি করতে বলা হয়নাই ধর্মের ব্যপারে। একটা ওড়না দিয়ে মাথা, বুক বলা হয়েছে যেখানে ,সেখানে হাতমোজা-পা মোজা স হ চোখের উপর ২ পার্টের বোরকার ফতোয়া দেয়া কি সীমালংঘন নয়??? এ দায়িত্ব কি ওলামাদের দেয়া হয়েছে? পর্দার ব্যপারে এসব ফালতু পোষাক চাপিয়ে দেয়া দূঃসাহসিক সীমালংঘন।

আল্লাহ তা’য়ালা সর্ব বিষয়ে জ্ঞাত আছেন। ইসলাম স হজ-সুন্দর ধর্ম। ইসলামে এমন কিছু নাই যা মানুষের জন্য ব হন করতে কষ্টকর হবে। “You shall strive for the cause of GOD as you should strive for His cause. He has chosen you and has placed no hardship on you in practicing your religion - the religion of your father Abraham. …………………………..” 22:78 ধর্ম ব্যবসায়ীরা ভুল ব্যখ্যা দিয়ে ইসলাম টা কে নষ্ট করে ফেলছে। আল্লাহ বলেছেন, 7:26] “O children of Adam, we have provided you with garments to cover your bodies, as well as for luxury. But the best garment is the garment of righteousness. These are some of GOD’s signs, that they may take heed.” মানুষের সাভাবিক বিবেক বুদ্ধিকে ব্যব হার করতে বলে ইসলাম।

মোরাল প্রিন্সিপালটাই প্রধান ব্যপার। ইনটআরনেটে কোরআনের আয়াত গুলোতে দেখা যায় ব্রাকেটের ভিতর বিশ্লেষন মুলক অর্থ দেয়া হয়। তাদের এই অধিকার কে দিয়েছে কোরআনের আয়াতের অর্থ নিজেদের মত করে করা? পোষাকের ব্যপারে কোরআনের বেসিক রুল হচ্ছে মার্জিত থাকা। এবং একজন সুস্থ মানুষ কিভাবে মার্জিত থাকতে হয় ভালো ভাবেই জানেন। এ জন্য কোরআনের আয়াতের এক্সট্রা ব্যখ্যা দেয়া কোন প্রয়োজন নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।