কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
নেকাব হিজাব আর বোরকা চাদরে
পর্দা-পুশিদা করি পরহেজ করে।
বেহায়া নজরে তবু খেচরের রুচি
পাক দেহে লেপে দেয় নাপাক অশুচি।
দৃষ্টির খঞ্জরে করে ফালা ফালা
বেসামাল ছুঁড়ে মারে আব্রুর তালা
বেবাক উদোম করে বেগানা সতর
কামুক শামুক চাটে জেনানা গতর।
খচ্চর গোচরের বেলেল্লা হানা
সামলাতে পারি নেই সুলুক তো জানা।
কী করে বাঁচাই বলো সতীত্ব-সম্ভ্রম
চাঙা রাখি পোশাকের ফাঁকা উদ্যম?
বেকরার দেহ-মন, প্রভু, অতিশয়--
সমূলে বিনাশ করো মেয়েলি বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।