আমাদের কথা খুঁজে নিন

   

মুদি দোকানি থেকে হাজার কোটি টাকার মালিক, হলমার্কের মালিক তানভীরের ২৭ টি গাড়ি।

সুখ নাই কে বলছে। মনের সুখ ই দেহের সুখ! মাত্র এক দশক আগে আগারগাঁও তালতলা বাজারে ছোট একটি মুদি দোকান ছিল তার। এ দোকান চালাতেন পিতাকে সঙ্গে নিয়ে। এতে সংসার চলতো না তাদের। এক সময় সংসারের অভাব অনটন ঘোচাতে মাত্র ৩০০০ টাকা বেতনে একটি গার্মেন্টে চাকরি নেন।

মাত্র এক দশক পরে সেই গার্মেন্ট শ্রমিক এখন হাজার কোটি টাকার মালিক। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার হলমার্ক কেলেঙ্কারির নায়ক হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ তফসিরই হলেন সেই মুদি দোকানি- গার্মেন্ট শ্রমিক। এখন যিনি হাজার কোটি টাকার মালিক। সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর হলমার্ক ও তানভীর এখন দেশব্যাপী আলোচনায়। মিরপুরের শেওড়াপাড়ায় চোখ ধাঁধানো রাজপ্রাসাদের মতো বাড়ি।

বাড়ির ভেতরটা যেন স্বর্গপুরী। বিদেশী সব কারুকার্য খচিত ফিটিংস, ঝাড়বাতি। ঝকঝকে তকতকে দামি সব গাড়ি। শেওড়াপাড়ার এ বাড়ির পাশেই বিশাল গাড়ির গ্যারেজ। পাজেরো, প্যারাডো, ল্যান্ড ক্রুজার মিলে বড় গাড়ি ২৭টি।

প্রাইভেট কার ১২টি। যখন যেটি পছন্দ হয় সেটি নিয়ে বের হন। তানভীর চলেন, রাজকীয় স্টাইলে। রাজপথে তার গাড়ির আগে পিছে থাকে ১০টি গাড়ি। এসব গাড়িতে থাকে তার সশস্ত্র ক্যাডার।

এরা সবাই তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। মানুষকে খাওয়ানোর জন্য কখনও একটি দু’টি গরু কিনেন না, গরু ক্রয় করেন ট্রাক ভরে। এখন গ্রামের বাড়িতে যান ঘন ঘন। সেখানে উৎসব করেন মানুষকে খাওয়ান, সংবর্ধনা নেন। সুত্র মানব জমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.