রহস্য
নিউ ইয়র্কের অজানা একটা গলিতে, একটি দোকান ছিল । দোকানটি তেমন খ্যাতনামা না হলেও দোকানটি সবার নিকট পরিচিত । ভোর থেকে গভীর রাত্র পর্যন্ত খোলা থাকত । আয় যথেষ্ট হলেও ব্যয় তার দ্্বিগুণ হত ।
কোন সন্ধ্যায় দু'জন অপরিচিত লোক দোকানে ঢুকল, আর তারপরপরই লাইট ক্ষনিকের জন্য নিভে গিয়ে জ্বলে উঠল ।
অবাক করা ব্যাপার হল, কিন্তু দোকান থেকে বের হতে কাউকে দেখা গেল না এবং শব্দ তো হলই না (প্রত্যক্ষদর্শী ) । সবচেয়ে অবাক করা ব্যাপার হল ক্যাশ থেকে কোন টাকাই নেওয়া হয় নি, শুধু মানুষগুলি হাওয়া । দোকানের পিছনে কোন গেইট ছিল না, গেইট বলতে একটাই । আর ক্ষনিক পরে কোন খরিদ্দার যখন দোকানে ঢুকল, আর কাউকে পেল না ।
দোকানের পাশের আলিসান বাড়িতে মেরামতের কাজ চলছিল, বাড়িটি খুবই কাছ ঘেষে ছিল, হয়ত এতে আওয়াজ না আসারই কথা ।
ঘটনা বর্ণণাকারীও ঘড়ি দেখেও ঠিক সময় উপস্থাপন করতে পারেন নাই। কারণ এখানে তিনজন বনর্ণাকারীর মধ্যে তিনজন ভিন্ন সময় উপস্থাপন করছে ।
অনেকে ঘটনাটা এ্যালিয়ানদের কারসাজি বলে অভিমত ব্যক্ত করেছে এ ব্যাপারে অনেকেই হারেেমনেছে যে, ঘটনাটা এরকম হলে করার কিছুই নেই ।
কিন্তু আমার প্রশ্ন হল, এলিয়ানদের অস্তিত্বে আমি বিশ্বাস করি না, কিন্তু কিছু অবাক করা প্রমাণ যা, শুধু নব্য আধুনিক বিজ্ঞানকেও পাল্লা দেয় , এমনই প্রমাণ আমাকে অনেকবার ভাবিয়ে তুলে এলিয়ানদের ব্যাপারে ।
ঘটনাটা বেশ কয়েক বছরের পুরনো, তবুও ব্যস্ততম একটি নগরীতে এমন অদ্ভুত ঘটনা প্রায়ই চোখে পড়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।