আমাদের কথা খুঁজে নিন

   

একজন সফল উদ্যোক্তা এবং মুদি দোকান

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর। একজন সফল উদ্যোক্তার তথ্যপ্রযুক্তির মুদি দোকান আপনি একজন সফল উদ্যোক্তা হতে চাইলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। অনেক ত্যাগ স্বীকার বিষয়টি আপেক্ষিক। সাংসারিক, আর্থিক, নৈতিক অনেক বিষয়ে ত্যাগ স্বীকার করার প্রয়োজন হতে পারে।

আপনি সহজ সরলভাবে চিন্তা করলেও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীর অস্পষ্টতা কাজটিকে কঠিন করে তুলে। আপনাকে আগেই ভেবে নিতে হবে বাস্তবায়ন সহজে নাও হতে পারে। তাই দীর্ঘমেয়াদে আপনার ক্ষতির আশংকার জন্য মানসিক প্রস্তুত থাকতে হবে। নানান বাধার সম্মুখীন হয়ে আপনার উদ্যোগটি ভেস্তে যেতে পারে। আপনার আর্থিক অনেক ক্ষতিও হতে পারে।

অনেক সময় হতাশ হয়ে আত্মহত্যারও চিন্তা করতে পারেন। ভেবে দেখুন এটি একটি পরাজয়। এই পরাজয় নিয়ে আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আপনার জন্য ইতিবাচক কোনো ধারণা থাকবেনা পৃথিবীবাসীর। সব দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলুন।

মনে করুন আপনি আবার শূন্য থেকেই শুরু করছেন। অনেক বাধার মুখে আপনি পড়েন। অর্থনৈতিক বাধাই সর্বাগ্রে আসে। আপনার মনে একটি প্রকল্প বাস্তবায়নের সব ফর্মূলাই আছে কিন্তু প্রকল্প বাজেট আপনি জোগাড় করতে পারছেন না। কিন্তু জোগাড় করা গেলেও ঘাটে ঘাটে অর্থব্যয় করে আপনি সেই প্রকল্প বাস্তবায়নে উৎসাহ হারিয়ে ফেলেন।

সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এ সমস্যাটা বেশি হয়। তাই বাস্তবায়নের জন্য ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে ভালো। তবে যে কোনো উদ্যোগই গ্রহণ করুন না কেনো বাধা আসবেই, প্রস্তুত থাকতে হবে। আরও অনেক বাধা আসতে পারে। যেমন- নৈতিকতার বাধা।

কোন নৈতিকতার ভিত্তিতে আপনি এ প্রকল্পটি করবেন সেরকম নৈতিক বাধা আপনার মানে জাগতে পারে। মনে করুন আপনি চাকুরি জনিত কারণে একধরনের পেশায় আছেন। এই পেশায় থেকে উদ্যোক্তা হওয়ার চিন্তাটা পেশাগত বাধাই বটে। বিষয়গুলো বিশ্লেষণ করে যথাযথ পদক্ষেপ নিন যাতে পিছুটান না থাকে। তারপর আসে ব্যক্তিক বাধা।

আপনার পরিবার থেকেও এ ধরনের বাধা আসতে পারে। আপনার এই প্রকল্প বাস্তবায়নে অনেক ব্যক্তি পাবেন যারা আপনার বন্ধু রূপী ছায়া শত্রু। আপনার সরলতাকে দুর্বলতা ভেবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এধরনের বাধা পর্যায়ক্রমে আসতেই থাকে। একটি বাধা অপসারণ করতে না করতে আরেকটি বাধা এসে হাজির হয়।

অনেকে কৌশলে আপনার কাছ থেকে অর্থ হাতিয়েও সটকে যেতে পারে। তাদের ব্যাপারে সচেতন থাকুন। ইতিমধ্যে ক্ষতি হয়ে গেলে ধরে নিন তা আপনার জীবনের সদগা। কঠিন কোনো রোগে ভুগে বা দুর্ঘটনায় পতিত হয়ে এরচেয়ে বেশি অর্থ আপনার যেতে পারতো। স্বাস্থ্যহানী ও আপনার মনোবল ভেঙে দিতে পারতো।

সামনে যে বাধাই আসুক না কেনো, আপনার অটুট মনোবল নিয়ে এগিয়ে যেতে থাকুন। আপনার চারিদিকে অনেক বন্ধু আছে। আপনার আচরণ হবে-তারা না আপনার বন্ধু, না আপনার শত্রু। তবে স্বার্থসংশ্লিষ্ট অনেক ব্যাপারে তারা আপনার শত্রুতে পরিণত হতে পারে। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও তারা আপনার শত্রু হয়ে যেতে পারে।

তাই তাদের সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করুন। নতুবা বড় ধরনের খেসারত দিতে হতে পারে। একজন অর্থনৈতিক সফল উদ্যোক্তা হতে চাইলে সমাজের সব স্তরে মেশার অভিজ্ঞতা থাকতে হবে। রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবসায়িক গতি-প্রকৃতি ইত্যাদি ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। সফল উদ্যোক্তাকে একজন সফল নেতা হতে হবে।

রাজপথের নেতা নয় বরং জনমতের নেতা। আপনার উৎপাদিত পণ্য বা সেবা যতবেশি মানুষ ভোগ করবে তত বেশি শক্তিশালী অর্থনৈতিক নেতা হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। প্রত্যেকে ব্যক্তি নিজেই একজন পণ্য। আবার বিক্রয়কর্মীও বটে। একজন ব্যক্তি নিজেকে যেভাবে উপস্থাপন করবে তার বাজারমূল্য সেভাবে নির্ধারিত হবে।

আপনি বিনিয়োগের প্রকৃত ক্ষেত্রগুলো চিহ্নিত করতে গেলে দেখবেন, হায়! সেখানে আপনার মনমতো কাজ করবেন এমন পরিবেশই নেই। আপনার কাজ বাধাগ্রস্ত হলে ভাবুন, আপনাকে সহযোগিতা করার মতো এই দুনিয়ায় কেউ নেই। আপনি একাই পথ চলুন। চলতি পথে আপনার প্রয়োজন মতো অনেকের সাথে পরিচয় ঘটতে পারে। আপনার সুক্ষ্ম চিন্তা-ভাবনা প্রয়োগ করে তাদের সাথে সহজভাবে আন্তরিকতার সাথে মিশুন।

তাদের কালচারেও আপনি অংশ নিতে পারেন। যেমন আপনি ঋষি জনগোষ্ঠীর কালচারে অংশ নিয়ে তাদের জীবনযাত্রা উপভোগ করলেন। বেসরকারি উদ্যোগ নিয়ে আপনি একটি প্রকল্প দাঁড় করালেন কিন্তু এই প্রকল্পে আপনি মেধাবী লোক নিয়োগ দিয়েও কাজ হবে না যদি আপনার পর্যাপ্ত অর্থ না থাকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সামাজিক প্রকল্প দাঁড় করানোর অনেক বাধা থাকে। এই বাধাগুলো দূর করার জন্য আপনাকে অপ্রিয় এবং অনৈতিক কিছু কাজ করতে হতে পারে।

এই ধারণা পুরোপুরি বাদ দিয়ে আপনি সফলভাবে প্রকল্প শুরু করতে পারবেন না। একজন সফল উদ্যোক্তা হতে চাইলে প্রথমে মুদি দোকানদার হওয়ার প্রচেষ্টা নিতে হবে। ব্যবসায়ের খুঁটিনাটি এখান থেকেই শিখা সম্ভব। তাই একজন সফল উদ্যোক্তাকে শুরু করতে হবে তার পণ্য বা সেবা নিয়ে ছোট্ট হলেও একটি মুদি দোকান দিয়ে শুরু করা। তথ্যপ্রযুক্তির এ যুগে একটি মোবাইল নাম্বার, ই-মেইল অ্যাড্রেস বা ওয়েবসাইট হয়ে উঠতে পারে আপনার প্রাথমিক মুদি দোকান।

আপনি উদ্যোক্তা নেতা হতে চাইলে একাধিক মুদি দোকান বা চেইন শপ করতে পারেন। অথবা একটি মুদি দোকানকেই সম্প্রসারণ করে সুপারস্টোর করে ফেলতে পারেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.