আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জের গ্রামীণফোন সিআইসি এখন মুদি দোকান

mojnu@ymail.com

অবাধ তথ্য প্রযুক্তি সেবাদানের আশ্বাস নিয়ে নোয়াখালীর ভিআইপি উপজেলা কোম্পানীগঞ্জে গড়ে ওঠা একমাত্র গ্রামীণফোন সিআইসি সেন্টারটি এখন একটি পূর্ণাঙ্গ মুদি দোকানে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য প্রযুক্তি প্রান্তের মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার কথা বলে গ্রামীণফোন স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে চালু করে জিপি সিআইসি। যার মাধ্যমে ইন্টারনেটের সকল তথ্য পাওয়া যাবে বলে ঘোষণা দেয়। কিন্তু চটকদার বিজ্ঞাপন দিয়ে গড়ে ওঠা জিপি সিআইসি সেন্টারটি অল্পদিনের মধ্যে আর্থিক ক্ষতির মুখে পড়ে বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় এক সিআইসি উদ্যোক্তা জানান, গ্রামীণফোন গ্রামীণ জনপদের লোকজনকে তথ্য দেয়ার কথা বলে গলাকাটা বিল আদায় করে।

তাছাড়া কথা মতো ইন্টারনেট সংযোগও থাকে না। যার ফলে লোকজন কোন সুবিধা না পাওয়ায় এ সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ মার্কেটে গড়ে ওঠা একমাত্র গ্রামীণফোন সিআইসি সেন্টারে গিয়ে দেখা গেছে সেখানে সাইনবোর্ড থাকলেও ভিতরে মুদির দোকান। দোকানী জানান, আগে এটি সিআইসি সেন্টার থাকলেও সেটি তার কাছে বিক্রি করে আগের উদ্যোক্ত ভাগ্যের অন্বেষণে বিদেশে চলে গেছে। এখন তিনি সেখানে মুদি দোকানের ব্যবসা করছেন।

গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই জানান, গ্রামীণফোন যেভাবে বিল আদায় করে কিন্তু সেই ভাবে নেটের গতি পাওয়া যায় না। এ ব্যাপারে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে তারা উল্লেখ করেন। এ ব্যাপারে কথা বলার জন্য বুধবার দুপুরে গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ইমরান সংশ্লিষ্ট দপ্তরে লাইনটি ফরওয়ার্ড দিলেও সেখানে কেউ রিসিভ করেনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.