আমার ব্যক্তিগত ব্লগ
আমাদের বাসার ঠিক নিচে একটা মুদি দোকান আছে। আব্বার বাকির খাতা এখানেই। একারনে আমি আর এখান থেকে কিনি না। কারন, এই লোক টাকা দিয়ে কিনলেও আব্বার বাকির খাতায় লিখে ফেলে। আম্মা মাঝে মাঝে ফোনে বলে দেন কি কি লাগবে।
দোকানদার বাসায় দিয়ে যান। এখানে বলে রাখি ইনি আমাদের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছেন।
আমি যেখান থেকে কিনি সেটা বেশ বড় দোকান। সাথে হার্ডওয়ারেরও দোকান আছে। আমি গতবার গিয়ে দোকানে ফোন নাম্বার চাইলাম।
ভাবলাম কখনও কোন জিনিস আছে কিনা জানতে, বা দোকান খোলা কিনা জানতে ফোন করতে হতে পারে। এখন ভাবছি। ফোন করে হোম সার্ভিস চাইবো কিনা। মুখের উপর না করে দিলে? দিলে দিবে। ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির ভিতর বের হতে পারি না।
আবার সব সময় বের হওয়াও যায় না। নানা কাজে আটকে যাই। বাসায় দিয়ে গেলে আমার জন্য খুব ভাল হতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।