বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী:
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়।
এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন। প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে। সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন।
কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।
এই কথাটা কোথায় লেখা থাকে সেটা সবাই জানেন, পোস্টের সাথে এই লেখাগুলোর কিছুটা সম্পর্ক আছে বলেই এটা কপিপেস্ট করা। এইবার পোস্টের টাইটেল এর সাথে প্রাসন্গিক কিছু কথা বলি।
১. ভাল পোস্ট পড়া: এইটা বহুল আলোচিত একটা ব্যাপার, এবং এইটা নিয়ে আর কথা বলেও লাভ নাই।
চুলকানি পোস্ট, লুতুপুতু পোস্ট এবং ১৮+ পোস্টের হিটের পাশে ভাল লেখার হিট দেখলে রীতিমত লজ্জিত বোধ করি। ওয়াচে থাকা ব্লগারদের ক্ষেত্রেও এই কথাটা সমান ভাবে প্রযোজ্য। ওয়াচে আছেন অথচ ভাল লিখেন এরকম অনেক ব্লগার আছেন, কিন্তু তাদের ভাল লেখাতে কমেন্ট বা প্লাস কিছুই পড়ে না। অনেককে বলতে শুনি সামহোয়ার ইন এ আর আগের মত ভাল পোস্ট আসে না। আমার কথা হল এই অবস্থা চলতে থাকলে ভাল পোস্ট আর আসবেও না।
২. পোস্টের কমেন্ট: প্রায় সিংহভাগ পোস্টে দেখি এক বা একাধিক ইমো অথবা ভাল হইছে, প্রিয়তে নিলাম এই টাইপ কমেন্ট পরে। এতে যদিও তেমন কোন সমস্যা নাই, তবে সমস্যা দাড়ায় তখন যখন এই জাতীয় কমেন্ট আসে- আগে কমেন্ট করে নেই পরে পড়বো। আরেকটা ব্যাপার যেইটা ব্লগ ব্যবহারের শর্তাবলীর মধ্যে আছে তা হল - অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। অথচ এই ব্যাপারটি অনেকেই ইগনোর করে যান মনে হয়। যার কারনে অনেকে তার নিজের ব্লগে ইমো মার্কা কমেন্ট সহ্য করতে পারেন না অথচ অন্যের ব্লগে যে ঠিকই গাধার মত ইমো ঝুলিয়ে আসেন।
৩. ভাল লাগা ও প্রিয়তে নেওয়া: অনেক পোস্ট আছে দেখি প্রিয়তে নিয়েছেন ১০০ জনেরও বেশি ব্লগার অথচ ভাল লেগেছে মাত্র ৩০ জনের। তারমানে কি বাকি ৭০ জন যারা প্রিয়তে নিলেন তাদের কি এই পোস্ট ভাল লাগে নাই ?!? কোন এক পোস্টে এক ব্লগারের সাথে এই ব্যাপারে কিছু কথা হয়েছিল, ওনার সাথে কোন তর্কে যাওয়ার অবকাশ হয় নাই ওনার এই কথার পর- "যেটা ভালো লাগে সরাসরি প্রিয় লিস্টে চলে যায় তারমানে তো ভালো লাগছে নাকি? আবার আলাদা করে ভালো লাগছে দিতে হবে কেন?" নানা মুনির নানা মত থাকতেই পারে। তবে যাই হোক- ভাল লাগছে যখন, প্রিয়তে নিলেনই যখন, তখন ভাল লাগল বাটনটায় ক্লিক করতে এত কষ্ট হয় কেন ভাইয়েরা ?!?
৪. তেল মারা: তেল মারার ব্যাপারটা আসলে এখন বেশ স্বাভাবিক হয়ে গেছে, খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে অনেক ভাল ভাল ব্লগারও তেল মারার অভ্যাস ভালভাবেই রপ্ত করেছেন। এটা যে বেশ দৃষ্টিকটু দেখায় সেটা তারা কেন বুঝতে চান না বুঝি না। ভাল সম্পর্ক থাকতেই পারে, এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেলবাজি করা লাগে না, যথাযথ ইন্টারঅ্যাকশন থাকলেই এটা সম্ভব।
আশা করি ভবিষ্যতে এ ব্যাপারে তেলবাজ ব্লগাররা কিছুটা সংযমী হবেন।
৫. মন্তব্যের উত্তর না দেয়া: অনেককেই দেখি এই কাজটা করতে। আর হিট ব্লগার হলে মনে হয় এটা করাটা আবশ্যক হয়ে পড়ে, এছাড়াও উত্তর দেয়ার সময় সিরিয়াল ব্রেক করে উত্তর দেয়াটাও বেশ দৃষ্টিকটু। একান্ত প্রয়োজনীয় কিছু না হলে এটা না করাই ভাল। আরেকটা দৃষ্টিকটু ব্যাপার হল কপিপেস্ট অ্যান্সার দেয়া।
৬. কপিপেস্ট করে নিজের বলে চালানো: আমি মনে করি এই কাজটা খুবই গর্হিত কাজ এবং অবশ্যই বোকামি। কারণ এখন একটা লাইন সার্চ করেই পোস্ট আসল না নকল তা ধরে ফেলা যায়। সমস্যা হয় তখন যখন পোস্ট চোর উদ্ভট সব যুক্তিতে প্রমাণ করার চেষ্টা করেন যে তার পোস্টটাই আসল। তার পোস্টই অন্য কেউ কপি করেছে। তারা এইসব করে কেন জোকার হতে চায় তা কি কেউ জানেন ?!?
৭. ধর্মীয় বা রাজনৈতিক বিষয় : এইটার কথা বললে তো পোস্ট বিশালাকার ধারণ করবে।
তবে আমার এতটুকুই মনে হয় যে-(কি মনে হয় এইটা লিখলে সমস্যা আছে)..... আমার পদমর্যাদা নিয়ে আমি একটু চিন্তিত কিনা !!!
৮. রিপোস্ট দেয়া: এই পয়েন্ট শুরু করার আগে আমি বলতে চাই, একসময় আমিও রিপোস্ট দিতাম। আমাকে কেউ কোনদিনই কিছু বলে নাই একজন বাদে, তারপরই আমার বোধদয় হয় যে এইটা দেয়া আসলেও উচিৎ না। এইটা যদিও এখন কমে গেছে, তারপরেও আমি মনে করি এইটা অনেক বড় একটা সমস্যা, ব্লগের না, ব্লগারের মানসিক সমস্যা। কিছুদিন আগে তো একজন ঘোষনা দিয়ে ব্লগ ছাড়ছিলেন যে উনাকে কেন রিপোস্ট দেয়ার সুযোগ দেয়া হয় না, কারন রিপোস্ট না দিলে উনার পোস্ট কেউ পড়ে না ( আসলে পড়ে কিন্তু উনি আরও হিট চান সম্ভবত) তাই উনি রিপোস্ট দিয়েই যাবেন। কিছুদিন আগে ওনার প্রত্যাবর্তন ঘটেছে।
খুবই আশার কথা উনাকে রিপোস্ট দিতে দেখি নাই। সম্ভবত উনিও বুঝতে পেরেছেন রিপোস্ট দিয়ে এখন আর কোন লাভ হবে না।
যাই হোক অনেক কথা লিখলাম, কপিপেস্ট দিয়ে শুরু করছিলাম, কপিপেস্ট দিয়েই শেষ করি-
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর।
স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে।
এ ক্ষেত্রে ব্লগার অথবা মন্তব্যকারীর অনুমতি ব্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পুরোটা কোন মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
পোস্ট অনেক তাড়াহুরা করে লেখা হয়েছে সুতরাং এডিট এবং আপডেট চলবে। বানান ভুল থাকতে পারে, সেটা কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।