বাংলা ব্লগের পথিকৃত সামহোয়্যার ইনের পাঠক দীর্ঘ দিনের। পাঠক হিসেবে অনেক সময় কেটে গিয়েছে। ভালো, খুব ভালো, অতটা ভালো নয় কিংবা মন্দ লেখাও পড়েছি গোগ্রাসে, একটা সময়, যখন পেশাগত কারণে আর সময়ের বাহুল্যে প্রায় ২৪ ঘন্টার নেটিজেন ছিলাম।
ঠিক মনে পড়েনা কোন লেখাটা পড়ে মনে হয়েছিলো, এরকম চমৎকার একটি লেখার জন্য লেখককে ধন্যবাদ, নিদেনপক্ষে ভালো লাগার কথাটা জানিয়ে দেই। সামুর নীতিমালার কারণে রেজিস্ট্রেশন না করলে মন্তব্য করা যায়না (বোধহয় প্রায় সকল কমিউনিটি ব্লগেরই এরকম নিয়ম)! তখন প্রথম মনে হলো, আচ্ছা রেজিস্টার্ড ব্লগার হয়ে যাই...
স্মৃতিটা কিছুটা আবছা হয়ে গিয়েছে, তাই খুঁটিনাটি অনেকটাই ভুলে গিয়েছি, কিন্তু একটা জিনিস মনে আছে, তা হলো ব্লগারের ব্যক্তিগত মোবাইল নাম্বার চাওয়াটার যৌক্তিকতা নিয়ে তখনই মনে প্রশ্ন জেগেছিলো।
যা হোক, রেজিস্ট্রেশন করার পর পর বড় শকটি অপেক্ষা করছিলো। মনে মনে যখন মন্তব্যের শব্দমালা গুছাচ্ছি, তখন দেখলাম নতুন ব্লগার হিসাবে আমি এখানে মন্তব্য করতে পারবো না এবং সামু এজন্য দুঃখিত। তার নীচে যথেষ্ট প্রাঞ্জল শব্দমালায় জানিয়ে দেয়া হয়েছে কেনো এই সাময়িক (!) বন্দোবস্ত, আর কিভাবে ভালো পোস্ট দিয়ে এ বেড়া ডিংগানো যাবে, কিন্তু সমস্যা হলো আমি তো রাতারাতি লেখা প্রসব করার মত দক্ষ নই, এবং মন্তব্য করার যে আগ্রহ আমার মাঝে আজ এ মুহুর্তে কাজ করছে তার জের সপ্তাহ কিংবা মাসাধিক কাল চালিয়ে যাওয়া দুরুহ কাজ...
তো মোটামুটি সেখানেই রেজিস্টার্ড ব্লগার হওয়ার কিংবা নিদেনপক্ষে মন্তব্যকারী হওয়ার ইচ্ছের ইতি ঘটলো।
এবার অবশ্য সেই শকটা পাইনি, মানসিকভাবে প্রস্তুত ছিলাম বলে। এ ছাড়া পরাবাস্তব জগতের স্বাধীনতায় আমাদের আচরণ কিভাবে গোপনতম আঁধারগুলো তুলে নিয়ে আসে তার কিছুটা আভাস ইতোমধ্যে সামুর মারফতেই পেয়েছি।
তো তাই অপেক্ষায় রইলাম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।