আমাদের কথা খুঁজে নিন

   

নোনা বাতাসের ঘোড়া

বাতাসের শব্দ মাঝে মাঝে অস্বস্তিকর দাঁতের ভিতর শ্ত্রুর মতো গেরিলা বালি, ঝাউবনের পাতার দ্বিধার ওড়াওড়ি; এরই মাঝে দাঁড়িয়ে থাকে- বিভ্রান্ত ঘোড়া নোনা বাতাসের ঘোড়া। রবাহুত আরোহী বাণিজ্যের হাতছানি ধুরন্ধর সহিসের সাথে বৃত্তবন্দী; সুদূর ঘরের ঝাপসা আলো অপুষ্ট শরীর তার চেয়েও ঝাপসা প্রিয় মুখের বদলে সারি সারি নোনা মুখ এরই মাঝে দাঁড়িয়ে থাকে- সৈকতের ঘোড়া নোনা বাতাসের ঘোড়া। এলোমেলো হাঁটে রাজসিক কিছু নয় তৃতীয় বিশ্বের গণতন্ত্রের মতো নতজানু পদক্ষেপ ভারবাহী আসনে আরোহীর উত্তেজনা অহেতুক সুখ বালি আর ঢেউ উত্তরপুরুষ স্বজাতির দেখা- ঘাসের মতোই ধুসর, এভাবেই দাঁড়িয়ে থাকে- নামমাত্র ঘোড়া নোনা বাতাসের ঘোড়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।