এই চিঠির কালি
তোমার প্রিয়তমার অশ্রুজল
চিঠির কথাগুলো
তোমার প্রিয়তমার হৃদয়ক্ষরণ ঢল।
চিঠিখানি
ব্যথা ও ব্যথার হাল।
এই চিঠিখানি যেনো
তোমায় ছাড়া আমি
েচাখহীন কাজল
সূরহীন গজল
শ্রাবন বিণ বাদল।
যেনো
তুমি নেই তো
চোখ থেকেও অন্ধ আমি
তুমি নেই তো
রঙ বিণ স্বপ্ন আমি
তুমি নেই তো
লক্ষহীন জীবন আমি
এই চিঠির উত্তরে চিঠি নয়
কোনো বাহানায় কাছে এসো তুমি
চোখের আলো হয়ে এসো বসন্ত দেখানোর বাহানায়।
সাত সুর নিয়ে ফেরো রঙিন স্বপ্ন সাজানোর আশায়
এসে হৃদয়ক্ষরণ থামাও তোমার সুখী শ্বাসের ভাষায়।
রইলাম আসার আশায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।