সবার আগে দেশপ্রেম পূর্ব প্রকাশের পরঃ
আহারে সেই আনন্দঘন মূহুর্তগুলো কি আমি আর আমার জীবনে ফেরত পাবো? কেমন করে পাবো ? রাজু নামের সেই ছেলেটা। তাকে আমি এতো খুজেছি কোথাও পাইনি। ছেলেটা কোরিয়া থাকতো। থাকতো অবৈধ ভাবে, তাই চলে এলো দেশে। আবারো সে কোরিয়া যেতে চায়।
তাই নেপালের ইন্ডিয়ার ভিসা নিতে নেপালে এসেছিল। ও ছিল আমাদের দলপতি। এর আগেও সে কয়েকবার এই ভাবে নেপাল দার্জিলিং এসেছিল। বলেছিল, এইবার বুদ্ধদের মতো মাথা ন্যাড়া করে যে ভাবেই হোক কোরিয়া সে যাবেই।
রিয়াজ নামের ছেলেটা আমরা সবাই তাকে নায়ক বলতাম।
চেহারা নায়কের মতোই। অমায়িক ব্যবহার। ঘোরাফিরার কোন ফাকে কোন কিছুর প্রয়োজন হলেই বলতাম, চলো রিয়াজ একটু বাজার থেকে ঘুরে আসি। সাথে সাথে ও আমার সাথে বের হয়ে যেত। গানের গলাও ভাল।
আমরা দুজনে প্রায়ই গান গাইতাম গলা ছেড়ে।
ছিদ্দিক না যেন ছাদেক ঠিক মনে করতে পারছি না। সারাক্ষণ কোন না কোন হাসির গল্প নিয়ে থাকতো। আমরা কাকরভিটার কাছের তালতলা থেকে একটা মাইক্রোবাসে করে সবাই চলে এলাম শিলিগুড়ি। মাইক্রো বাসেই ছিদ্দিক না যেন ছাদেকের হাসির গল্প বলা শুরু।
কিছূ কিছু এডাল্ড কথা বার্তা। ওদের সাথে একই বাসে করে ঢাকা থেকে একটি মেয়ে এসেছে। সাথে তার বয় ফ্রেন্ড। ওদের সাথে ভালই জমে ছিল। উঠেছেও কাকরভিটার একই হোটেলে।
তাকে নিয়েই ওরা নানান গল্প করছিল। রাতে ওর বয়ফ্রেন্ডকে মাতাল করে তাকে নিয়ে রাত কাটালো অন্য একজন। তখন ঝামেলা হতে পারে ভেবে ওরা সবাই দূরে সরে গেল। মেয়েটা তেমন ভালনা। কারণ তারও কোন আপত্তি নেই অন্য ওই ছেলেটার সাথে রাত কাটাতে।
ওরা এখন চিন্তা করছে। তাদের এখন কি অবস্থা। খুব সকালেই ওরা হোটেল ছেড়ে চলে এসেছিল। আমি দাড়ি কাটিনি গত দুই থেকে আড়াই মাস। এই আড়াই মাসে আমার দাড়ি গুলো অনেক বড় হয়ে গিলেছিল।
মনে হচেছ আমি কোন মাদ্রাসার ছাত্র হবো। তাই গল্পের মাঝে মাঝেই ছিদ্দিক বা ছাদেককে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে গাড়িতে আমাদের সাথে একজন হুজুর বা মাওলানা আছে তোমরা কথা বার্তা সাবধানে বলো। ছিদ্দিক বা ছাদেক আমাদের অনেক হাসিয়েছিল। তার নাম ভুলে গেলেও তাকে ভুলতে পারছিনা।
শিলিগুড়ি থেকে ৬ জন দেশে ফিরে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল শিলিগুড়ি শ্যামলী বাস কাউন্টারে।
তাদের সবারই টিকেট কাটা ছিল। এরপর আমরা রইলাম দশজন। দশজনে একটা মাইক্রোবাস ভাড়া নিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য।
ভ্রমণ কাল : ২০০৫ সাল
দ্বাদশ পর্ব :: প্রথম পর্ব ::দ্বিতীয় পর্ব :: তৃতীয় পর্ব :: চতুর্থ পর্ব :: পঞ্চম পর্ব :: ষষ্ট পর্ব :: সপ্তম পর্ব :: অষ্টম পর্ব :: নবম পর্ব :: দশম পর্ব :: একাদশ পর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।