আমাদের কথা খুঁজে নিন

   

নেপাল পোখারা ৬দিন... ১ম পব`

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
গত মাচ` মাসে দেশে গিয়েছিলাম ১ মাসের ছুটিতে... দেশে যাওয়ার প্রতিদিন ই তো নতুন নতুন কাহিনি.... মাচে`র ১১তারিখে বউ কে নিয়া নেপাল ঘুরতে গিয়ে ছিলাম... ১১ তারিখে জিএমজি ফ্লাইটে রওনা হইলাম, ফ্লাইট ডিলে হইলো প্রায় ৪/৫ ঘন্টা... স্টাফেরা শুধু সময় বাড়ায়... পরে উনাদের বড় অফিসার আসলে কইলাম সবাই সকালে নাস্তা কইরা বাসা থিকা বাইর হইছে... লান্চের ব্যবস্থা করেন.... ৪টার সময় এয়ারপোটের রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করলো... খাওয়া শেষ কইরাই সোজা প্লেনে যাইয়া বসলাম.... অপেক্ষা করার সময় এক ভদ্রলোক এসে পরিচিতো হলো... তিনি একজন মুক্তিযোধ্যা...সমাজ কমী`..বীরশ্রেস্ঠ মতিউর রহমান ফাউন্ডেসনের সদশ্য... আন্তযাতিক শান্তি কমিটার আমন্ত্রনে একটা অনুস্ঠানে যোগদিতে নেপালে যাচ্ছেন.... বিমানে আমাদের সাথে বসলেন এবং উনি ফোনে বিভিন্ন লোকের সাথে কথা বলছিলেন ... আমাকে বললেন তোমাদেরকে একজন বিশেষ ব্যেক্তির সাথে পরিচয় করিয়ে দেই... ফোন করলেন... একজন কে বলছিলেন যে এখানে এক নতুন কাপলের সাথে পরিচয় হয়েছে আমি তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি....আপা একটু কথা বলেন... বলে আমার বউ কে ফোন দিয়ে বল্লো.... কথা বলো.... মিস মিলি রহমান...বীরশ্রস্ঠ মতিউর রহমানের স্ত্রী... শুনেই আমার চোখ পানিতে ভরে গেল...যে এত বড় মাপের কারুর সাথে কথা বলছি... উনি খুব আপনকের আমাদের শুভকামনা যানালেন .. এইটা আমার জীবনের একটা স্বরনীয় ঘটনার টপ লিস্টের একটা হইয়া রইলো... আমার বউএর বিমান ভ্রমন এই প্রথম...আকাশে মেঘ ছিলো... একটু জাকি পারতেছিলো.... বউ জিগায় এরুম করে নাকি বিমানে... আমি কইলাম এতো কিছুই না.... অবস্থা খারাপ থাকলে... সেইরকম ঝাকি মারে,,,, তবে সেই দিন মিনিট ১০ ঝাকি পারলেও পরে আর কোন সমস্যা হয়নাই... নেপালে পৌsছলাম সন্ধা ৬.৩০টা ... আমাদের দেশের জন্য পো`ট এন্টি ভিসার ব্যবস্থা আছে... প্রথম বার ভিসার কোন ফিস লাগেনা.কিন্তু ১ কপি ছবি লাগে... সাথে ছবি না থাকলে ২৩০টাকা দিয়া ২কপি ছবি তুলতে হবে... আমার ছবি ছিলো...কিন্তু বউর ছবি তুলার জন্য ডলার ভাংগাতে হলো.... ১০০রুপি কমিসন নিলো..যা বাইরে ভাংগালে লাগেনা... নেপালের রুপির মান প্রায় আমাদের টাকার সমান.. ১$=৭২রুপি বন্দরের কাজ সেরে বাইরে আসলাম... বেশ ভাল ঠান্ডা... আমাদের সাথের আংকেলের নেপালি বন্ধু মি: ফারুক বাইরে গাড়ী নিয়ে অপেক্ষা করছিলেন.... তিনি আমার এক নেপালি কলিগ নুয়াক কে ফোন করলেন...আমি ওকে যানালাম আমি এখন এয়ারপো`টে... সে ১০মিনিটের মধ্যে চলে এলো... নুয়াক আমাদের জন্য হোটেলে নিয়ে গেলো... টেক্সি ভাড়া ৪০০রুপি.. ..আমরা গেলাম সুন্দরার শহীদ গেট এলাকাতে...এটা থামেল (( নেপালের টুরিস্টদের হোটেল এলাকা )) থেকে ১৫মি: হাটা পথ.. তাই ভাড়া একটা কম... আমরা উঠলাম একটা লজে .. মা..মেয়ে পরিচালনা করে.. হোটেল মেজেস্টি ..সিভিল মলের ঠিক পাশে... ভাড়া ৫৫০রুপি .. রাতে দুইজনে চাউমিন খাইলাম... সকালে খুব ভোরে ঘুমথিকা উইঠা বাইরে বের হোলাম.... কাছেই সুন্দরা শহীদ গেট...The Dharhara tower..হনুমান দরবার স্কায়ার... The Dharhara tower হনুমান দরবার স্কায়ার. দরবার স্কয়ারে বিভিন্ন এন্টিক জিনিসপাতি... তিন পাগলে হইছিলো মেলা.... রাতে খাইলাম ভেজিটেরিয়ান থালি... নেপালি স্টাইল... নেপালি মম সারা দিন থামেল...দরবার স্কয়ার...ঘুরাঘুরি কইরা দুপুরে নুয়াকের বাসায় খাওয়াদায়া করলাম নেপালী স্টাইয়লে.. পরদিন টুরিস্ট বাসে কইরা পোখারার উদ্দেশ্যে রহওনা হইলাস.... মোট খরচা;;; টিকিট: ২ জন >>ঢাকা >>কাঠমুন্ডু>>ঢাকা >জিএমজি>>৩৫২০০টাকা সাধারন মানের হোটেল>> ৫৫০রুপি /রাত পোখারা টুরিস্ট বাসে>> ৫০০ রুপি / জন পোখারা হোটেল >> ৮০০রুপি/রাত পোখারায় সাইট সিইং>> ১০০০/ সারাংগোট+ ১০০০শুধু পোখারা ৭/৮টা জায়গায়.. খাওয়া দাওয়া>> ১৫০ থেকে ২৫০/ প্রতি জনে এক বেলা.. আগামি পবে` পোখারা র পথ এবং পোখারার ছবি থাকবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।