আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটিকে বাঁচানোর মত কি কেউ সত্যি নেই!!

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" ব্লগার কানিজhttp://www.somewhereinblog.net/blog/kanizlipi/29667154 এর এই পোস্টটা ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০০ তে সামু প্রথম পাতায় আসে । কিন্তু মাত্র ৬৮ বার পঠিত, ৮টি মন্ত্যব্য তাই আমি আবার পোস্ট করছি । তোরা আমাকে বাঁচা....!!! নয়তো আমার আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না । । এই প্রাণপণ আকুতিটি ১০ম শ্রেণী পড়ুয়া এক ভাগ্য বিড়ম্বিত অসহায় কিশোরীর যে বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে আজ বাদ জোহর ।

গতকল তার বান্ধবীদের প্রতি তার কান্নাজড়িত মিনতি.....। খুব ছেলেবেলায় তার মা-বাবা দুজন মারা যায় - মামা তাদের ভরণপোষণ করে এই পর্যন্ত এনেছেন । এখন মামা তাকে জোড়পূর্বক আপাত বৃদ্ধ , স্ত্রী-পুত্র বর্তমান এক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে - যাকে সে চাচা ডেকে বড় হয়েছে । সে কোনভাবেই এটা মেনে নিতে পরছেনা । প্রতিবাদ করাতে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে -যা বাল্যবিবাহ দমন আইনে শাস্তযোগ্য আপরাধ ।

। । এই ঘটনাটি ঢাকা শহরের খুব সন্নিকটে টংগীর অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত এলাকা এরশাদনগর -এ সংঘটিত হতে যাচ্ছে । আসহায় এই কিশোরীকে সহায়তা দিতে তার বান্ধবীরা এগিয়ে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানালে তিনি পুলিশে খবর দেন । পুলিশ এলে জানানো হলো - বিয়ে ভেঙ্গে দেয়ার পর মামা তাকে ঘর থেকে বের করে দিলে মেয়েটির দায়িত্ব কে নিবেন ??? এলাকার প্রভাবশালীদের কোন সাড়া পাওয়া গেল না ।

অতঃপর সিদ্ধান্ত হলো - পুলিশ পাঠিয়ে মামাকে বোঝানো হবে । দেখা গেল মামা মানলেন না.......। আমরা কেউ এই অসহায় মেয়েটিকে রক্ষা করতে পরছিনা হায়েনাদের কবল থেকে - এ যে কী যণ্ত্রণা !!! আমাদের দেশে কি কোন এনজিও কিংবা সরকারী সংস্হা নেই ? যে মেয়েটিকে বাঁচাতে পারে এবং তার দায়িত্ব নিতে পারে । কোন মানবাধিকার সংস্হা - আইন ও শালিশ কেন্দ্র কিংবা এলিনা খানের কোন ফোন নাম্বার জানা থাকলে দয়াপরবশ হয়ে জানালে অসহায় মেয়েটির জীবন বাঁচতে পারে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.