ইহা কঠোরভাবে একটি রাজনীতি মুক্ত ব্লগ । । দুই বছর কঠিন একটি বিষয়ে পড়াশুনা শেষ করলাম যার ৯০% কাজই ছিল কম্পিউটার নির্ভর। কাজের চাপে শুধু মনে হত কখন পাব একটু অবসর। বরাবর প্রকৃতি প্রেমিক আমি ফুসরত খুজতাম একটু অবসরের, নির্জন প্রকৃতির সাথে কিছুক্ষন একা থাকার, কিন্তু হয়ে ওঠেনি।
ক্যারিয়ার প্রতিষ্টার জন্য রেজাল্ট হবার সাথে সাথে মেনে নিলাম চাকুরির লোভনীয় অফার। ফুটন্ত কড়াই থেকে যেন পড়লাম জলন্ত উনুনে। দিন রাত কাজ, সেই কম্পিউটার আর অসংখ্য যন্ত্রের ভীড়ে হারিয়ে গেল আমার প্রকৃতি প্রেমিক মন। তিন বছর পর বাড়ি ঈদ করতে আসলাম, বিমানের জানালা দিয়ে নীচের বাংলাদেশ দেখে সঙ্কল্প করলাম এবার কিছু সময়ের জন্য হারিয়ে যাব প্রকৃতির মাঝে সেই স্কুল, কলেজ, ইঊনিভার্সিটির মত। কিন্তু বাড়ি আসলেও আমার কাজ আমাকে ছাড়েনি।
শুরু হল অন্য রকম ব্যস্ততা, তারপরেও সময় করলাম একদিন-হারিয়ে গেলাম অপরূপ বাংলার প্রকৃতির মাঝে। আসাধারন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবারও অভিভূত। মোবাইল থেকে তোলা কিছু ছবি যোগ করলাম এখানে......
আমার পরামর্শ , “ কম্পিঊটার, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট ছেড়ে কিছু সময়ের জন্য প্রকৃতির সাথে কাটান-একা। সময়টা শুধুমাত্র নিজের জন্য রাখুন, ভালো হয় কাউকে সঙ্গে না নিলে। স্থির হয়ে বসুন, তাকিয়ে থাকুন প্রকৃতির অপরুপ সৌন্দর্যের দিকে, মুগ্ধ হয়ে দেখু সৃষ্টির অপার সৌন্দর্য , উপভোগ করুন চারপাশের নির্জনতা।
এই নির্জনতা আপনাকে স্থির ও চিন্তায় কেন্দ্রিভূত হতে সাহায্য করবে। সুতরাং, বেরিয়ে যান এবং নিজেকে পূনর্সযুক্ত করুন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজনের সাথে, সে হল আপনি নিজেই। “
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।