এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। অনেক সুন্দর , এটি ফজিলাতুন্নেসা হল এর দেয়ালে। এটি মূল গেট দিয়ে ঢুকতেই, সন্ধায় তোলা ভাস্কর্য-- অমর একুশে। সমাজ বিজ্ঞান ভবনের সামনে। ক্যাফেটেরিয়ার পিছনের রাস্তা। মুন্নি সরণি নতুন কলা ভবনের দেয়ালে। ছায়া মঞ্চ, টিএসসি এর পেছনে। মীর মোশারফ হল, দক্ষিণ এসিয়ার সর্ববৃহৎ হল শহীদ মিনার টিএসসি শহীদ মিনার, নিচ থেকে, দেখতে অনেকটা পায়রার মত ট্রান্সপোর্ট চত্বর এই গরমে যখন তখন দেখা হয়ে যাবে গুই সাপের সাথে!! মুক্ত মঞ্চ ক্যাফেটেরিয়া ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ছবি ক্রেডিট- রিয়া এবং কিছু সংগৃহীত। সবাইকে আমার ভার্সিটি অঙ্গনে নিমন্ত্রণ রইল, এসে ঘুরে যাবেন কিন্তু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।