নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক এখনো জ্যোৎস্নারাতে চাঁদের আক্রোশে অন্ধকার হারিয়ে গেলে বুড়িয়ে যাওয়া নদীটার দীর্ঘশ্বাস শোনা যায় পাড়ের বুড়ো হয়ে যাওয়া বটগাছটাও শরীর জুড়ে পাখির ডাকের পিয়ানো বসায়না যে প্রেমিকার জ্যোৎস্নায় অভিসারিণী হবার সাধ ছিলো তার আর্তনাদ আমাদের শহুরে চারদেয়ালে গুমরে মরে কলসী কাঁখে জল আনতে যাওয়া বউটাও তার লালপেড়ে আঁচলে নিজেকে বেঁধে নিয়েছে এক বুড়ো বক শুধু এক পায়ে দাঁড়িয়ে নদী তার যৌবন ফিরে পেলেই উড়াল দেবে যাবার আগে নদীটার সাথে তার বলার ছিলো- ভরা যৌবনা নদীকে সে ভালোবেসেছিলো। ( ব্লগার রাজসোহান একসময় দুর্দান্ত কবিতা লিখতেন। মাঝে কিছুসময় বিরতি দিয়ে আবার লেখা শুরু করেছেন, আবার আস্তে আস্তে আগের সেই দুর্দান্ত কবি হয়ে উঠছেন। এই কবিতাটি তার লেখা একটা কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।