চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। পাথুরে সময়ে ছন্দ খোঁজা বড় বেমানান সময়ের বজ্রাঘাতে ছিটকে পরে রক্তের মত আমার কলমের কালি অস্থির সময়ে কলম আর বিদ্রোহ করে না খুঁজে ফেরা কিছু আক্ষেপ, জমাটবদ্ধ কিছু ক্রোধ নিমেষেই আওয়াজ তোলে না, ভেবে নেয়া অথবা ফেলে আসা রক্তাক্ত রাজপথে লাশ হয়ে ঘরে ফেরা অকাল প্রয়াত কাব্য মৃত্যূ নয় বরং বাড়ার কথা ছিলো! ভুল সময়ে ভুল কাব্য, গলা টিপে মেরে ফেলা অথবা ধরে নেয়া যাক কন্যা সন্তানের ন্যায় মধ্যযুগীয় বর্বরতা, জন্মানোর সাথে সাথেই মাটি চাপা দেয়া আসলে তো ওদের বাড়ার কথা ছিলো! ভুল বলছি, ভুল ভাবাচ্ছি ভুল সময়ে কাব্য খুঁজতে খুঁজতে, কবর দিলাম অবাধ কৈশোর মৃত্যূর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোজা বড় বেমানান যদিও কথা ছিলো যুদ্ধে যাবার বূড়ো কবির সাথে পুনরায় মৃত্যূ হবে অকাল প্রয়াত কাব্যের... *** ছবিটা বন্ধু দেবতা নেকটার এর থেকে ধার নেয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।